মহালছড়িতে সেটলার কর্তৃক ভূমি বেদখল ও জুম্মদের গ্রামে হামলার চেষ্টা

0
635

হিল ভয়েস, ১০ ফেব্রুয়ারি ২০২২, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল ও জুম্মদের গ্রামে হামলার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ‍উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) সকাল ৮ টার সময় মো. আবু বক্কর ও মো. শাহিনের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সেটলার বাঙালি লেমুছড়ির আর্য সমাধি ভাবনা কুটিরের প্রায় ১২ হতে ১৫ একর জায়গা বেদখল করতে যায়। সেটলাররা উক্ত জায়গা পরিষ্কার করতে গেলে স্থানীয় পাহাড়িরা বাধা দেয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন বলে জানা গেছে।

অপরদিকে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর ১:০০টার দিকে মো. আশরাফ ও মো. আজিমের নেতৃত্বে শতাধিক সেটলার বাঙালি জয়সেন পাড়া এলাকায় পাহাড়ি গ্রামে হামলা ও ঘরবাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।

এতেও স্থানীয় পাহাড়িরা প্রতিরোধ গড়ে তুলে। পাহাড়িদের প্রতিরোধের মুখে সেটলাররা পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বর্তমানে ঘটনাস্থলে সেনা সদস্যরা অবস্থান করছে বলে জানা গেছে।

তথ্যসূত্র : সিএইসটি নিউজ