বান্দরবানে সেনামদদপুস্ট সন্ত্রাসী কর্তৃক নিরপরাধ গ্রামবাসীকে অপহরণ

0
600
ছবি: প্রতীকী

হিল ভয়েস ২৭ ডিসেম্বর ২০২১, বান্দরবান:বান্দরবান সদর উপজেলার রাজবিলার রমতিয়া পাড়া এলাকায় সেনামদদপুস্ট সন্ত্রাসী মগ পার্টি কর্তৃক এক নিরপরাধ গ্রামবাসীকে অপরণের অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার গ্রামবাসীর নাম কিরণময় তঞ্চঙ্গ্যা (২৬), পীং- কংসমনি তঞ্চঙ্গ্যা, গ্রাম- রমতিয়া পাড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর (শনিবার) রাত ১০ টার সময় সেনামদদপুস্ট মগ পার্টি সশস্ত্র সন্ত্রাসীরা এসে ভুক্তভোগী গ্রামবাসীর বাড়ি ঘেরাও করে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে রাজভিলা ইউপি চেয়ারম্যান ক্যা প্রু অং মারমা বলেন, রাতে কিরণময়কে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তবে তারা কিরনময়কে কোথায় নিয়ে গেছে জানা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অপহরণের খবর শুনেছি, এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণের শিকার গ্রামবাসীর কোন হদিস পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে সেনামদদপুস্ট মগ পার্টি কর্তৃক ভাড়ায় মোটরসাইকেল চালক ধর্মচরন তঞ্চঙ্গ্যা(৩৪) কে বাঙ্গালহালিয়া বাজার থেকে অপহরণ করে নিয়ে যায়।

বাঙ্গালহালিয়াতে অস্ত্র গুজে দিয়ে নিরীহ পাহাড়ী যুবককে আটক

একইভাবে, একদিন পর ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) বাঙ্গালহালিয়া বাজারে সাপ্তাহিক হাটের দিনে বাজারে গেলে চনুমং মারমা (৪০), পীং- মৃত চশেঅং মারমা ও মিরাঙ্গ তঞ্চঙ্গ্যা দুইজনকে মারমা লিবারেশন পার্টি (মগ পার্টি)র সেকেন্ড ইন কমান্ড মংক্যচিং মারমা ও মংসিনু মারমারসহ আরো ৪/৫ জন মিলে অস্ত্র টাক করে দুপুর ১২.৩০ টার সময় অপহরণ করে নিয়ে যায়। পরে টাকার বিনিময়ে মুক্তি দেয়া হয়।

কাপ্তাইয়ে সেনামদদপুষ্ট সন্ত্রাসী মগ পার্টি কর্তৃক দুই ব্যক্তিকে অপহরণ, টাকার বিনিময়ে মুক্তি

আরো উল্লেখ্য যে, সেনাবাহিনী ও ক্ষমতাসীন আওয়ামীলীগের আশ্রয়-প্রশ্রয়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী মগ পার্টি খুন, আপহরণ, মুক্তিপণ আদায়, চাদাঁবাজিসহ নানান সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে৷