বিলাইছড়ির দীঘলছড়ি আদর্শ গ্রামের জুম্মদের মাঝে উচ্ছেদ আতঙ্ক

0
709

হিল ভয়েস, ২৯ ডিসেম্বর ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি আদর্শ গ্রাম ও বিলাইছড়ি জোনের ঝিলের উপর ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের প্রকল্প অনুমোদনে গ্রামবাসীদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘলছড়ি আদর্শ গ্রাম হতে সেনাবাহিনীর অপরাজেয় ছয় এর সেনা জোন পর্যন্ত ব্রিজ নির্মানকল্পে উন্নয়ন বোর্ডের এক কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গ্রামবাসীরা জানান দীঘলছড়ি আদর্শ গ্রাম ও বিলাইছড়ি জোনের ঝিলের উপর সেতুটি নির্মীত হলে দীঘলছড়ি আদর্শ গ্রামের কয়েকটি পরিবার তাদের রেজিস্ট্রিকৃত বিপুল পরিমাণ বসতভিটা থেকে উচ্ছেদ হবে।

ইতিমধ্যেই বিলাইছড়ি জোন থেকে সেখানকার ভূমির মালিক আলোকজ্যোতি চাকমা(৩৮), পীং- মৃত- দীরবো চানঁ চাকমা-কে জোন কমান্ডার কর্তৃক তাদের রেজিস্ট্রিকৃত জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে।

অন্যদিকে, একই এলাকার স্থায়ী বাসিন্দা ১. উত্তম চাকমা (৪৫), ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের সচিব, ২. অনীলকান্তি তঞ্চঙ্গ্যা (৫৬), পীং- মৃতঃ হিরোড মনি তঞ্চঙ্গ্য, ৩. রবীন্দ্রনাথ তঞ্চঙ্গ্যা (৫২), ৪. স্বর্নকুমার চাকমা, পীং-মৃতঃ কালাচিত্তি চাকমা, ৫. বাপ্পী চাকমা (৩২), পীং- মৃতঃ কৈ দা প্রু চাকমাসহ ইতিমধ্যেই আরো কয়েকটি পরিবারের দলিলপত্র তদন্ত করা হয়েছে।

বর্তমানে উপরোক্ত পরিবার সমূহসহ দীঘলছড়ি আদর্শ গ্রামের অধিকাংশ পরিবার উচ্ছেদ আতংকে রয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও আওয়ামিলীগের সাবেক ইউপি কমিটির সভাপতি ভদ্রসেন চাকমা কর্তৃক প্রথমে পারাপারের জন্য ছোট ব্রীজ নির্মান করলে তখন থেকে এলাকার নিরীহ জুম্ম জনগণকে উচ্ছেদ আতংকে দিনাতিপাত করতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তিব্র ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়েছে।