বান্দরবানে ধর্ষণের শিকার আদিবাসী কিশোরীর আত্মহত্যা, টঙ্গী থেকে অপহৃত অপর আদিবাসী কিশোরী ১৮ দিন পর উদ্ধার

0
458
হিল ভয়েস, ২৯ অক্টোবর ২০২০, বান্দরবান ও টঙ্গী: বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় মো: মোর্শেদ নামে এক বাঙালি শ্রমিক কর্তৃক ধর্ষণের শিকার আদিবাসী ম্রো কিশোরী তুমওয়াই ম্রো (১৭) অবশেষে বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর ২০২০ সন্ধ্যায় বান্দরবানের থানচি এলাকার শ্রমিক মো: মোর্শেদ থানচি উপজেলার থাওয়াই পাড়া এলাকার থানচি কুটির কটেজের পেছনে নিয়ে গিয়ে উক্ত ম্রো কিশোরীটিকে ধর্ষণ করে। পরদিন ২৬ অক্টোবর ২০২০ সকালে ভুক্তভোগী ম্রো কিশোরীটি বিষ পান করে। এরপর পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ঐদিনই রাত ৮:০০ টার দিকে সে মারা যায়।
 
এই রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি। এছাড়া, ইতোমধ্যে ঘটনাটি বিষয়ে সকল মহলে জানাজানি হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেছে বলে জানা যায়নি।
 
অপরদিকে, টঙ্গী থেকে অপহৃত অপর আদিবাসী কিশোরীকে ১৮ দিন পর গতকাল ২৮ অক্টোবর ২০২০ টাঙ্গাইলের সখীপুরের গহীন জঙ্গল থেকে পুলিশ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বলে জানা গেছে।
 
অপহরণের শিকার ওই কিশোরীর নাম বৃষ্টিরাণী (১৪) এবং তার পিতার নাম মানবিন্দ চন্দ্র সরকার।
 
মামলার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২০ বৃষ্টিরাণী মার্কেট যাওয়ার জন্য পরিবারের সঙ্গে বাসা থেকে বের হয়। এক পর্যায়ে মার্কেটের বিশাল ভিড়ের মধ্যে আলমগীর নামে এক অপরিচিত যুবক বৃষ্টিরাণীকে অপহরণ করে নিয়ে যায়।
 
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে পুলিশ অভিযান পরিচালনা করে অপহৃত বৃষ্টিরাণীকে উদ্ধার করে। কিন্তু অপহরণকারী আলমগীরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়।