বাঘাইছড়িতে আবারও সেনা-সমর্থিত সংস্কারপন্থীদের বাড়ি তল্লাসী, ব্রাশফায়ার

0
1138
ছবি: প্রতিকী

হিল ভয়েস, ২১ মে ২০২০, রাঙ্গামাটি:  রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে আবারও রাতের অন্ধকারে এলোপাতারি ব্রাশফায়ার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় গ্রামবাসীদের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল ২০ মে ২০২০ বুধবার রাত ৮.৩০ ঘটিকার সময় ৮ জন সদস্যের সেনা-সমর্থিত সংস্কারপন্থীরা মোটর সাইকেল যোগে এসে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া গ্রামের মৃত বীর বাহু চাকমার ছেলে সাধন পূর্ণ চাকমা ওরফে বলি বাপ (৪৯) এর বাড়ি তল্লাসী চালায়।

সাধন পূর্ণ চাকমা ঠিকাদার বলে জানা যায়। সংস্কারপন্থীরা তাকে না পেয়ে পরিবারের সকল সদস্যদের মোবাইল ফোন নিয়ে যায়। সাধন পূর্ণ চাকমাকে অপহরণের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাধন পূর্ণ চাকমাকে বাড়িতে না পেয়ে ফিরে যাওয়ার সময় ৮/৯ রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে উপজেলাসদরের দিকে চলে যায় বলে জানা যায়।

এর আগে গত ১৩ মে রাত ৮.৩০ ঘটিকায় উপজেলার তালুকদার পাড়ায় ১নং রাবার বাগান এলাকায় সশস্ত্র সংস্কারপন্থী সন্ত্রাসীরা ৭/৮ রাউন্ড গুলি ছুঁড়ে।

এরপর ১৬ মে ২০২০ সকালে উপজেলার করেঙাতলি বাজার থেকে সন্ত্রাসীরা জিদং চাকমা নামে এক নিরীহ ব্যক্তিকে অপহরণ করে। পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় সন্ত্রাসী।

সেনাবাহিনীর সহায়তায় সংস্কারপন্থীরা এভাবে বাঘাইছড়ি উপজেলায় একের পর এক ব্রাশফায়ার, ঘরবাড়ি ও অপহরণ করে চলেছে বলে স্থানীয় এক গ্রামবাসী জানিয়েছেন।