পাহাড়ের মানুষের বিপদের দিনে কেমনে ঘরে বসে থাকি?

0
248

তন্টু চাকমা হিমেল

এবার সাজিয়ে দাও মা আমায় বিপ্লবীর সাজে
হৃদয়ে আমার নির্দয় পরাধীনতার গ্লানি দামামা হয়ে বাজে,
শুধু স্কুল-কলেজে গিয়ে কী হবে মা অধিকারটুকু যদি নাই থাকে
তাই গড়বো আমরা মা মুক্ত স্বাধীন এক সবুজের দেশ।

পার্বত্য চট্টগ্রামের সবুজ পাহাড় কাঁদছে মাগো, মুছবো তার চোখের জল
তুমি তাই বিদায় দাও মা আমায়, দাও সৎ সাহস আর শক্তি বল
ধরুক হানাদার বাহিনী, মারুক লাঠি, তবু আমি সেই লড়াইয়ে আছি
পাহাড়ের মানুষ আজ বড়ই কষ্টে আছে।

শাসক শ্রেনির শাসন-শোষণের যাঁতাকলে মাগো
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে চলছে আজ কত অনাচার অত্যাচার!
বিদায় দাও মাগো, আমি এখন চলি, আমার পথ এখনো যে রয়েছে অনেক বাকি
পাহাড়ের মানুষের বিপদের দিনে কেমনে বলো মা ঘরে বসে থাকি?