শ্রীমঙ্গলে আদিবাসী ভাষা লেখকদের নিয়ে পরামর্শ সভা ও কর্মশালা অনুষ্ঠিত

0
147

হিল ভয়েস, ১৭ মার্চ ২০২৪, সিলেট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন আদিবাসী জাতিগোষ্ঠীর মাতৃভাষায় (খাসিয়া, মনিপুরী মৈতৈ ও মনিপুরী বিষ্ণুপ্রিয়া) শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে করণীয় শীর্ষক দুই দিনব্যাপী পরামর্শ সভা ও লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৬ মার্চ) সকাল ১০ ঘটিকায় হোটেল শ্রীমঙ্গল ইন এর সম্মেলন কক্ষে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়। পাওয়ানকা ফান্ড অব RSF সোস্যাল ফাইন্যান্স এর অর্থায়নে পরিচালিত সঞ্জীবন প্রকল্পের উদ্যোগে এই পরামর্শ সভা ও লেখক কর্মশালা হয়।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক লেখক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে ও সঞ্জীবন প্রকল্পের সমন্বয়কারী জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৩ প্রাপ্ত মনিপুরী বিষ্ণুপ্রিয়া লেখক-গবেষক ড. রঞ্জিত সিংহ, মনিপুরী মৈতৈ লেখক আয়েকপম অঞ্জু দেবী, খাসি সোশ্যাল কাউন্সিল সভাপতি ও খাসি মান্রী জিডিশন প্রধান সুছিয়াং, আদিবাসী নারী নেত্রী ফ্লোরা বাবলি তালাং প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব বলেন, ‘নিজ নিজ মাতৃভাষা রক্ষায় সংশ্লিষ্ট ভাষার জাতিগোষ্ঠীকে প্রথমে এগিয়ে আসতে হবে। প্রতিনিয়ত চর্চা করতে হবে, নিজের মাতৃভাষাকে ভালবাসতে হবে। সরকার এবং উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।’

কর্মশালায় অংশ নিয়ে আদিবাসী নেতৃবৃন্দ নির্ধারিত ৬টি ভাষা মৈতৈ মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মনিপুরি, খাসিয়া, তঞ্চঙ্গ্যা, বম ও ম্রো ভাষায় যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান।

দুইদিন ব্যাপী এ পরামর্শ কর্মশালা গত রবিবার (১৭ মার্চ) বিকালে শেষ হয়।