পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির ২য় সভায় অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত

0
484

হিল ভয়েস, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ঢাকা:  পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরীবীক্ষণ কমিটির ২য় সভা জাতীয় সংসদ ভবনে গত ১৯ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১১:১৫ টায় অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য পিসিজেএসএস’র সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু পরিবারের পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত ও সিনিয়ন সহকারী সচিব রিভা চাকমা। সভাটি সকাল ১১:১৫ টায় শুরু হয়ে বিকাল ২:৩০ টা পর্যন্ত স্থায়ী হয়।

সভায় অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে বাস্তবায়নের জন্য অস্থায়ী ক্যাম্পসমূহ প্রত্যাহার, নির্বাহী আদেশের মাধ্যমে পার্বত্য জেলা পরিষদসমূহে বিষয়াবলী হস্তান্তর, পার্বত্য জেলা পুলিশ গঠন এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় পার্বত্য জেলার অস্থায়ী বাসিন্দাদের নিকট প্রদত্ত ভূমি লীজসমূহ বাতিল, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা গ্রহণ, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিষয়েও আলোচনা করা হয়। গত ১ এপ্রিল ২০১৮ অনুষ্ঠিত প্রথম সভার পর এটিই কমিটির দ্বিতীয় সভা।