পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক ৪ নিরীহ জুম্ম গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও হয়রানি

0
514

হিল ভয়েস, ১ অক্টোবর ২০২১, খাগড়াছড়ি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের লেন্দিয়া পাড়া গ্রামে চার নিরীহ জুম্ম গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো ও বাড়ির লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

আজ ১ অক্টোবর ২০২১ সকালের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তল্লাশি ও হয়রানির শিকার বাড়ির মালিকরা হলেন- ১. বিচ্চু চাকমা (৫০), পীং-মলেন্দ্র চাকমা, ২. যুদিষ্টির চাকমা (৫০), পীং-গাইনাগা চাকমা, ৩. অনন্ত চাকমা (৬০), পীং-কবির মোহন চাকমা ও ৪. কলিজা চাকমা (৪০), পীং-নয়ন শিং চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৮:০০ টার দিকে প্রায় ২০ জনের একটি সেনাদল লেন্দিয়া পাড়া গ্রামে টহল অভিযান চালায়। এসময় সেনা সদস্যরা একের পর এক পাশাপাশি উক্ত চারটি বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় সেনা সদস্যরা বাড়ির নরনারী, বৃদ্ধ-শিশু সবাইকে ঘর থেকে বের করে দিয়ে বাইরে দাঁড়িয়ে রেখে হয়রানি করে। বাড়িতে তল্লাশির সময় অবৈধ কোনোকিছু না পেয়ে পরে সেনা সদস্যরা সেখান থেকে চলে যায়।

গ্রামবাসীরা জানায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২১ থেকে ১১টি গাড়িযোগে বিপুল সংখ্যক সেনা সদস্য লোগাং ৩২ বিজিবি ক্যাম্প, তারাবন্যা, বড়কলক, মনিপুর এলাকায় টহল অভিযান শুরু করে। ঐ দিনই সেনা সদস্যরা ঐ এলাকায় রাস্তাঘাটে চলাচলকারী অনেক জুম্ম গ্রামবাসীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। উক্ত মোবাইল ফোনগুলো এখনো ফেরত দেওয়া হয়নি বলে জানা গেছে।

এছাড়া প্রায় প্রতিদিনই এলাকার লোকজন সেনা সদস্যদের নানা জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হচ্ছেন বলে জানান গ্রামবাসীরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিপুল সংখ্যক সেনাদলটি আরো বিভিন্ন দলে বিভক্ত হয়ে উক্ত এলাকাসমূহে অবস্থান করছেন বলে জানা গেছে।