পানছড়িতে সেনা-মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ৪ জনকে হত্যা ও ৩ জনকে অপহরণ

0
1595
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১২ ডিসেম্বর ২০২৩, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূজগাং ইউনিয়নে সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসী কর্তৃক চুক্তি বিরোধী ইউপিডিএফের হাইড আউটে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা ও ৩ জনেকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) রাতে পানছড়ি উপজেলার পূজগাং ইউনিয়নের অনিল পাড়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতরা হলেন- ১. বিপুল চাকমা (৩২), পীং- সুনয়ন চাকমা, গ্রাম- বুদ্ধধন পাড়া, করল্যাছড়ি, চেঙ্গী ইউনিয়ন, পানছড়ি উপজেলা।
২. সুনীল কান্তি ত্রিপুরা (২৮), পীং- সুখেন্দু বিকাশ ত্রিপুরা, গ্রাম-সুরেন্দ্র রোয়াজা হেডম্যান পাড়া, বড়নাল ইউনিয়ন, মাটিরাঙ্গা উপজেলা।
৩. লিটন চাকমা (২৯), পীং- মৃত চিন্তা মুনি চাকমা, গ্রাম- দ্রোনচার্য্য কার্বারি পাড়া, ভাইবোন ছড়া ইউনিয়ন, খাগড়াছড়ি।
৪. রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯), পীং- জনাধন ত্রিপুরা, গ্রাম-পদ্মিনী পাড়া, উল্টাছড়ি ইউনিয়ন, পানছড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯.৩০ থেকে ১০.০০ ঘটিকার সময়ে পানছড়ি উপজেলার পূজগাং ইউনিয়নের অন্তর্গত ৩নং ওয়ার্ডের অনিল পাড়ার একটি বাড়িতে ৭ জন চুক্তি বিরোধী ইউপিডিএফ সদস্য অবস্থান করছিলেন। এ সময় খবর পেয়ে সেনা-মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের একটি অস্ত্রধারী দল উক্ত বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলে চুক্তি বিরোধী ইউপিডিএফের ৪ জন সশস্ত্র সদস্য নিহত হয়।

এছাড়াও সেনা-মদদপুষ্ট সন্ত্রাসীরা নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা নামে চুক্তি বিরোধী ইউপিডিএফের আরো ৩ জন সশস্ত্র সদস্যকে অপহরণ করে নিয়ে যায় বলে জানা যায়।

আরেকটি সূত্রে জানা গেছে যে, ইউপিডিএফের কালেক্টর নীতিদত্ত চাকমা অনেক আগে থেকেই ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে আসছিল। সেই যোগাযোগের সূত্র ধরেই স্বপক্ষ (ইউপিডিএফ) ত্যাগ করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এ যোগ দানের উদ্দেশ্যে নীতিদত্ত চাকমা সেনা-মদদপুষ্ট সন্ত্রাসীদের খবর দিয়ে অনিল পাড়ায় নিয়ে এসে এই নৃশংস ঘটনা সংঘটিত করে।

উক্ত সূত্রের মতে এই ঘটনা সংঘটিত হয়েছে ইউপিডিএফের আভ্যন্তরীণ কোন্দলের কারণে।

উল্লেখ্য, নীতিদত্ত চাকমা এর আগে সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সশস্ত্র গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র গ্রুপে কাজ করেছিল।