নান্যাচরে ১০ স্কুল পড়ুয়া জুম্ম ছাত্রকে আটক ও মারধরের পর মুক্তি

0
1049

হিল ভয়েস, ২০ আগস্ট ২০২০, রাঙ্গামাটি: গতকাল নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক ১০ জুম্ম ছাত্রকে আটকের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গতকাল আনুমানিক দুপুর ৩:০০ টায়।

ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন গতকালও তারা স্থানীয় ঘিলাছড়ি হাই স্কুলের মাঠে ১০ জন জুম্ম ছাত্র দল বেঁধে মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলতে থাকে। এ সময় ঘিলাছড়ি আর্মি ক্যাম্প থেকে একদল সেনাবাহিনী তাদেরকে আটক করে ঘিলাছড়ি ক্যাম্পে নিয়ে যায়।

ক্যাম্পে নিয়ে ১০ জন জুম্ম ছাত্রদেরকে মারধর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করে তারা কোন রাজনীতি করে কিনা? যদি করে তাহলে তাদের অবস্থাও শোচনীয় ও মেরে ফেলারও ভয় দেখানো হয়।

প্রায় ৩ ঘন্টা যাবত জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা আনুমানিক ৬ঃ৩০ দিকে ছেড়ে দেয়া হয়। আটককৃত ছাত্ররা বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্র।

১০ জন ছাত্রের মধ্যে ৯ জনের নাম হলো- সুজল চাকমা, পরান্টু চাকমা, তপন চাকমা, বিটু চাকমা, অর্জন চাকমা, তপেন চাকমা, জোসেফ চাকমা, বিল্টন চাকমা ও রঞ্জু চাকমা।

বেধড়ক পিটুনীতে শিকার ওই ছাত্ররা এখন ভয় ও আতংকে আছেন। তারা হিল ভয়েসকে জানান, আমরা কোন রাজনীতির দলের কর্মী নই, তবুও কেন আমাদের ধরে নিয়ে গিয়ে পেটানো হল সেটা নিয়ে এখন আতংকে আছি। ভবিষ্যতে আমাদের কি হবে তা জানি না?