নাইক্ষ্যংছড়িতে বিজিবি সদস্যদের কর্তৃক এক জুম্ম ছাত্র মারধরের শিকার, একজনের বাড়ি তল্লাসী

0
2383
ছবি : প্রতীকী

হিল ভয়েস, ১০ অক্টোবর ২০২০, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির বাইশফাড়ী এলাকার রিশান্ত তঞ্চঙ্গ্যা (১৮) নামের ১০ম শ্রেণির এক জুম্ম ছাত্র বিনা দোষে স্থানীয় বিজিবি সদস্যদের কর্তৃক বেদম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে মংজয় পাড়া বিজিবি ক্যাম্প থেকে ১০-১২ জনের একদল বিজিবি সদস্য এসে কিরণ তঞ্চঙ্গ্যার বাড়ি তল্লাসী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ২০২০ রাত আনুমানিক ৭:০০ টার দিকে গ্রামের এক দোকান থেকে বের হয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন রিশান্ত তঞ্চঙ্গ্যা। বাড়িতে যাবার পথে বাইশফাড়ী বিজিবি ক্যাম্পের দুই বিজিবি সদস্য রিশান্ত তঞ্চঙ্গ্যাকে কোন কারণ ছাড়াই আটকিয়ে ঘুষি ও লাঠি দিয়ে অতর্কিতে মারধর করতে থাকে। এসময় রিশান্ত তঞ্চঙ্গ্যা চিৎকার করলে গ্রামের নারী-পুরুষ এগিয়ে আসে।

গ্রামবাসীরা বিজিবিদের কাছে মারধর করার কারণ জানতে চাইলে বিজিবি সদস্যরা কোন সদুত্তর দিতে পারেনি। এসময় গ্রামবাসীরা দুই বিজিবি সদস্যকে ঘিরে ফেললে, বিজিবি সদস্যরা কক্সবাজারের বিজিবির ৩৪নং ব্যাটালিয়নের কম্যান্ডারকে ফোন করেন এবং দুই ঘন্টার মধ্যে কম্যান্ডার এসে সমস্যার সমাধান করবেন বলে গ্রামবাসীদের জানান।

পরে বিজিবির ব্যাটালিয়ন কম্যান্ডার আসেন এবং মুরুব্বীসহ গ্রামবাসীদের সাথে আলোচনায় বসেন। এসময় ব্যাটালিয়ন কম্যান্ডার আর এই রকম ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেন এবং বাইশফাড়ী বিজিবি ক্যাম্পের কম্যান্ডার সুবেদার কামালও ভবিষ্যতে এই রকম ঘটনা হবে না বলে জানান। এতে পাড়ার কারবারী ও গ্রামবাসীরাও মেনে নেন।

উল্লেখ্য, বাইশফাড়ী বিজিবি ক্যাম্পটি একদম গ্রামের মাঝখানে অবস্থিত এবং তঞ্চঙ্গ্যাদের মালিকানাধীন ভূমি অবৈধভাবে দখল করে স্থাপন করা হয়েছে।

কিরণ তঞ্চঙ্গ্যার বাড়ি তল্লাসী

অপরদিকে আজ ১০ অক্টোবর সকাল ১১:০০ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজলোর মংজয় পাড়া বিজিবি ক্যাম্প থেকে ১০-১২ জনের একদল বিজিবি সদস্য মংজয় পাড়ার কিরণ তঞ্চঙ্গ্যার বাড়ি তল্লাসী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বিজিবি সদস্যরা বাড়ির সমস্ত জিনিস ও কাগজপত্র তছনছ করে। সেসময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা যায়। কোন অভিযোগ ছাড়া কেন কিরণ তঞ্চঙ্গ্যার বাড়ি তল্লাসী করা হলো তা নিয়ে পরিবার এখন আতঙ্কের মধ্যে রয়েছে।