নাইক্ষ্যংছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক জুম্ম কিশোরীকে অপহরণ

0
525

হিল ভয়েস, ১০ অগাস্ট ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫নং সোনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাইয়াঝিরি তঞ্চঙ্গ্যা গ্রাম থেকে নিলা তঞ্চঙ্গ্যা নামে এক জুম্ম কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

গত ৩ আগস্ট ২০২৩, রাত আনুমানিক ১০ ঘটিকার সময় সেটেলার মোহাম্মদ রাসেল এর নেতৃত্বে তিন জন বাঙালি ছেলে মোটর সাইকেল করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে খবর পাওয়া যায়।

ঘটনার পর অপহরণের শিকার নিলা তঞ্চঙ্গ্যার মা নিলামী তঞ্চঙ্গ্যা (৪১) নিজেই বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেন।

এজাহার অনুসারে অভিযুক্ত ব্যক্তিরা হলেন- মোঃ রাসেল (১৮), পিতা-শামসুল আলম, শামসুল আলম (৪৭), পিতা-মৃত জালাল আহম্মদ, তৈয়বা বেগম (৪০), স্বামী শামসুল আলম। সর্ব সাং- শিলঘোনা, ভালুক খাইয়া, ৯নং ওয়ার্ড, ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউপি।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৩ রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোঃ রাসেল (১৮) ও তার ৩ সহযোগী মিলে জোরপূর্বক মোটর সাইকেলে করে ভুক্তভোগী কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাড়িতে এসে দেখে যে তার মেয়ে বাড়িতে নেই। অনেক খোঁজাখুজির পর কোথাও না পেয়ে স্থানীয় মুরুব্বীদের বিষয়টি জানালে তারা আইনের আশ্রয় গ্রহণের পরামর্শ দেন। পরে ভুক্তভোগীর মা স্থানীয় থানায় উল্লিখিত বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।