নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্তৃক এক জুম্ম নারীকে নির্যাতন এবং গ্রামবাসীদের মারধর

0
341

হিল ভয়েস, ২ এপ্রিল ২০২৩, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার ৩ নং ওয়ার্ডের বাইশপাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যদের কর্তৃক ঐসুঙু তঞ্চঙ্গ্যা নামে এক তঞ্চঙ্গ্যা নারীকে নির্যাতন এবং গ্রামবাসীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এক গ্রামবাসী গুরুতরভাবে মারধরের শিকার হয়েছে বলেও জানা গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, গতকাল ১ এপ্রিল ২০২৩, বিকাল ৪ টার সময় বাইশপাড়ি গ্রামের তিনজন তঞ্চঙ্গ্যা নারী মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বাইশপাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা পথ রুদ্ধ করে গরু পাচারকারী আখ্যা দিয়ে ক্যাম্পে নিয়ে যায়। দুইজনকে বাইরে রেখে ঐসুঙু তঞ্চঙ্গ্যা (১৬) ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন চালায় বিজিবির সদস্যরা।

ঘটনার পর আনুমানিক ৪:৩০ টার দিকে তিন জন জুম্ম গ্রামবাসী নারীর উপর নির্মম নির্যাতনের কারণ জানতে গেলে ক্যাম্পের বিজিবি সদস্যরা ঐ তিন জন জুম্ম গ্রামবাসীকে মারধর করে পাঠিয়ে দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পের সকল বিজিবি সদস্যরা গ্রামে এসে জুম্ম গ্রামবাসীদের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায়।

এতে প্রায় ১০০জন জুম্ম গ্রামবাসী আহত হয় এবং একজনের অবস্থা আশংকাজনক বলেও জানা যায়।আহত ব্যক্তিরা বর্তমানে উখিয়ার জাদিমুড়াতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার পর বিজিবি সদস্য কর্তৃক পুনরায় হামলার আশঙ্কার মধ্যেও রয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।