নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ

0
851

হিলভয়েস, ২৭ আগস্ট ২০২০, নওগাঁ: নওগাঁয় ‘আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রাজী বাবু কর্তৃক প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে আদিবাসী এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পত্নীতলায় অবস্থিত ঐ কো-অপারেটিভ সোসাইটিতে আমানত হিসেবে গচ্ছিত রাখা কলেজ ছাত্রীর দুই লাখ টাকাও ফেরত না দিয়ে কাগজপত্র লোপাট করা হয়েছে।

প্রতারণার শিকার ওই কলেজ ছাত্রী সব হারিয়ে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে অসহায় জীবনযাপন করছেন। সুবিচার পেতে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ আদালতে গত ১৮ আগস্ট মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার পশ্চিম চকভবানী গ্রামের ঐ আদিবাসী কলেজ ছাত্রী স্থানীয় একটি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পত্নীতলায় আল-আমিন মাল্টিপার পাস কো-অপারেটিভ সোসাইটির এক নারী কর্মচারীর সাথে একই মেসে ভাড়া থাকতেন।

তার সাথে যাতায়াতের সুবাদে ওই মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রাজী বাবুর সাথে পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং তাকে এফিডেফিট করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়।

২০১৯ সালের ১৬ জানুয়ারি থেকে ওই ছাত্রীকে বিয়েক রার প্রলোভন দিয়ে জেলার মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার বিভিন্ন বাসায় ভাড়া থাকে এবং নিয়মিত যাওয়া আসা করত আলীম আল রাজী।

অভিযুক্ত আলীম আল রাজী বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার সম্মান হানি করতে কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে।

সূত্র: আদিবাসীনিউজ.নেট