ধর্মমন্ত্রণালয়ের বাজেট বরাদ্দে বিরাজমান ধর্মীয় বৈষম্যের অবসানের দাবি ঐক্য পরিষদের

0
510

হিল ভয়েস, ৭ জুন ২০২২, বিশেষ প্রতিবেদক: বাজেট অধিবেশনের প্রাক্কালে সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ২০২২-২৩ অর্থবছরের ধর্ম মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দে বিরাজমান ধর্মীয় বৈষম্যের অবসান দাবি করে আসন্ন বাজেটে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে অন্যুন ৩,০০০ (তিন হাজার) কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানিয়েছে।

গত রবিবার (৫ জুন ২০২২) সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তের স্বাক্ষরিত একটি প্রেস বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিৃবতিতে গত অর্থবছরের বাজেট উল্লেখে বলা হয়, ঐ বাজেটে উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য নির্ধারিত প্রকল্প ব্যয় ২৮৬৭.০৪ কোটি টাকার মধ্যে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের জন্যে বরাদ্দ ছিল মাত্র ১৮৩.১৯ কোটি টাকা। জনসংখ্যার আনুপাতিক হার বিবেচনায় তা হওয়ার কথা ছিল আনুমানিক ৩৪৪ কোটি টাকা। এহেন বৈষম্য একনাগারে বিগত চার দশক ধরে অব্যাহত রয়েছে।

এ প্রেক্ষাপটে বিবৃতিতে বিদ্যমান বৈষম্যের অনতিবিলম্বে অবসান এবং ধর্মীয় বঞ্চনা-বৈষম্যের কারণে বিরাজমান অনগ্রসরতা পূরণকল্পে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুর উন্নয়নে, কল্যাণে, তীর্থভ্রমণে, উপাসনালয় নির্মাণ ও সংস্কারে, দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণে, সামাজিক উন্নয়ন ও গবেষণা পরিচালনায়, ধর্ম ও ধর্মীয় বিষয় সংশ্লিষ্ট আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও সংলাপের আয়োজন ও অংশগ্রহণের জন্য অন্যুন ৩,০০০ (তিন হাজার) কোটি টাকা থোক বরাদ্দের দাবি করা হয়েছে।