দিনাজপুর ও গাইবান্ধায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের দিবস পালিত

0
715

হিল ভয়েস, জুলাই ২০২০জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে সাঁওতাল বিদ্রোহের ১৬৫ বছর পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হুলের গান পরিবেশনের মধ্য দিয়ে চন্ডিপুর ইউনিয়নের বারকোনা কলম সরেন-আলমা সরেন মাঠে সাঁওতাল বিদ্রোহের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এসময় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, পার্বতীপুর উপজেলা ইয়ং স্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, খোকন সুইটেন মুরমু, মিকায়েল মার্ডী ও বিষ্ণু সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিধি মেনে দিনব্যাপী পালিত এ দিবসে সাঁওতাল শিশুদের জন্য রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতা, খেলাধুলা ও ঐতিহ্যবাহী তীর ছোড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ শেষে রবীন্দ্র নাথ সরেন সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, জাল দলিলে কেড়ে নেওয়া সাঁওতালদের জমি উদ্ধার, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, ছিন্নমূল আদিবাসীদের  পুনর্বাসন, সকল আদিবাসী হত্যার বিচারসহ ১৩ দফা দাবি তুলে ধরেন।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁওতাল বিদ্রোহে সিদু, কানুসহ সকল শহীদ ও বাগদাফার্মে পুলিশের গুলিতে নিহত শ্যামল-রমেশ-মঙ্গলসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, গণেশ মুরমু, সুফল হ্রেমব্রম, থমাস হেমব্রম, বার্নাবাস টুডু, রেজাউল করিম, স্বপন শেখ, প্রিসিলা মুরমু অলিভিয়া মার্ডি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা চিনির কলের নামে বেদখলকৃত জমি ফেরত, পর্যাপ্ত ক্ষতিপূরণ, মিথ্যা মামলা তুলে নেওয়াসহ শ্যামল-রমেশ-মঙ্গল হত্যাকারীদের শাস্তির জোর দাবি জানান। এছাড়াও করোনাকালে আয় রোজগারহীন দরিদ্র আদিবাসীদের জন্য চিকিৎসা সেবা ও ত্রাণ নিশ্চিত করার দাবি জানান।