জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক ২ নিরীহ জুম্ম আটক ও নির্যাতনের শিকার

0
507

হিল ভয়েস, ৯ মার্চ ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নে দুই নিরীহ জুম্ম আটক এবং গাছে বেঁধে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ৯ মার্চ ২০২১ সকালের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৮:৩০ টার দিকে জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন নতুন স্থাপিত লুলাংছড়ি সেনা ক্যাম্পের ২৫ জনের একটি সেনাদল মৈদুং ইউনিয়নের বেলতলা এলাকায় টহল অভিযানে যায়। এসময় সেনাদলটি বাদলহাট গ্রামের শান্তি রঞ্জন চাকমা (২৫), পীং-চন্দ্র কুমার চাকমা এবং রাজাতল গ্রামের রঞ্জন চাকমা (৩৫), পীং-দীন মোহন চাকমা নামের দুই ব্যক্তিকে প্রথমে তল্লাশি চালায় এবং এরপর আটক করে। তল্লাশিকালে সেনাবাহিনী উক্ত দুই ব্যক্তির কাছে কিছু না পেলেও তাদেরকে একটি কাঠাল গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করে।

জানা গেছে, আটককৃত দুই ব্যক্তি এসময় চিকিৎসার জন্য সেনাদলটির সামনে দিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছিল। কিছুদিন আগে আটককৃত শান্তি রঞ্জন চাকমার তলপেটে পাথর সরানোর অপারেশন হয়। ঔষধ শেষ হলে ঔষধ নিয়ে আসার জন্য সে অপর ব্যক্তির সাথে রাঙ্গামাটি যাচ্ছিল। অপরদিকে রঞ্জন চাকমাও চিকিৎসা সংক্রান্ত কাজে রাঙ্গামাটি যাচ্ছিল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী কর্তৃক আটককৃত দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়নি।