বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক জুম্ম ইউপি সদস্য আটক ও নির্যাতনের শিকার, পরে মুক্তি

0
519

হিল ভয়েস, ৯ মার্চ ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের নির্বাচিত এক জুম্ম ইউপি সদস্য আটক ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পরে ওই আটককৃত জুম্মকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ ২০২১ রাত আনুমানিক ৮:০০ টার দিকে বিলাইছড়ি সেনা জোনের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অপরাজেয় ৬ এর অধীন মেরাংছড়া অস্থায়ী সেনা ছাউনির একদল সেনা সদস্য কেংড়াছড়ি ইউনিয়নের ৬নং নাড়াইছড়ি ওয়ার্ডের নির্বাচিত সদস্য ভাগ্যলাল চাকমা (৪৭), পীং-ফুলেন্দ মোহন চাকমাকে আটক করে বিলাইছড়ি সেনা জোনে নিয়ে যায়।

বিলাইছড়ি সেনা জোনে রাতব্যাপী ভাগ্যলাল চাকমাকে আটক রেখে বিভিন্ন তথ্যাদি জিজ্ঞাসাবাদ এবং মারধর করা হয়। নাড়াইছড়ি এলাকার কয়েকজন মুরুব্বিকে বিলাইছড়ি সেনা জোনে হাজির করতে না পারলে ভাগ্যলাল চাকমার অসুবিধা হবে বলে হুমকি দেয় সেনাবাহিনী।

গতকাল ৮ মার্চ ২০২১ সকাল আনুমানিক ৯:০০ টার দিকে সেনাবাহিনী আটককৃত ভাগ্যলাল চাকমাকে নাড়াইছড়ির কয়েকজন মুরুব্বির জিম্মায় ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।