চাঁদা না দেওয়ায় এক যুবককে গুলি করে হত্যা 

0
1014

হিল ভয়েস, ২ সেপ্টেম্বর ২০২০, বান্দরবান: বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে। গতকাল ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মংসিউ মারমা (৪০)। বান্দরবান সদর থানা পুলিশ গতকাল  রাত সাড়ে ৯ টার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

স্থানীয় একাধিক সূত্রে জানিয়েছে, বেশ কিছুদিন আগে এএলপি ও সেনা মদদপুষ্ট সংস্কারপন্থীদের এক দল সশস্ত্র দল নিহত মংসিউ মারমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়া হয় বলে জানা যায়। মংসিউ মারমা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল রাতে তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় জনসাধারণ আরও জানান, নিহত ব্যক্তি আদৌতে কোন যুবলীগের কর্মী না। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত ব্যক্তিকে যুবলীগের কর্মী হিসেবে দাবি করাটা মূলত শাসকগোষ্ঠীর সমর্থন লাভের আশায় ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী-সমর্থকদের রাজনীতিগতভাবে মামলা দিয়ে হয়রানী করার জন্য এমন আজগুবি তথ্য বানানো হচ্ছে।

মূল ঘটনা, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ তার দিকে বাঘমারা বাজার থেকে এক কিলোমিটার দূরে চিংকিউ পাড়ায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। ঘটনার আকস্মিকতায় পাড়াবাসী আতঙ্কিত পড়ে। অনেকে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। পরে মংসিউ মারমাকে তাঁর বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজারটি জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে নোয়াপতং খালের তীরে অবস্থিত।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, সন্ত্রাসীদের গুলিতে মংসিউ মারমা ঘটনাস্থলেই নিহত হন। এটি পরিকল্পিত হত্যা। লাশের সুরতহাল করা হচ্ছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মামলা হওয়ার পর তদন্তে বিস্তারিত জানা যাবে।