চাটমোহরে করোনায় আদিবাসী শিক্ষার্থীদের জন্য বিশেষ অর্থনীতি প্রণোদনার দাবি আদিবাসী ছাত্র পরিষদের

0
602

হিল ভয়েস১০ আগস্ট ২০২০: ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২০ পালন উপলক্ষে পাবনার চাটমোহরে আদিবাসী ছাত্র পরিষদ চাটমোহর উপজেলা কমিটির উদ্যোগে গতকাল রবিবার সকাল ১১টায় বাঘলবাড়ী কৈ গ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

আদিবাসী ছাত্র পরিষদ চাটমোহর উপজেলা কমিটির আহ্বায়ক অপূর্ব কুমার সিং এর সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ চাটমোহর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আস্তিক মাহাতো, সুখী মাহাতো, শিক্ষার্থী মৃদুল মাহাতো ও নিপেন মাহাতো প্রমূখ ৷

আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে এবছর আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “করোনা মহামারীতে আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রাম৷” করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আদিবাসী শিক্ষার্থীদের লেখাপড়া হুমকির মুখে পড়ে গেছে ৷ এতে আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষা থেকে ঝরে পড়বে৷ কিন্তু আদিবাসী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ৷ আদিবাসী শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷

বক্তারা আরও বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে চাটমোহর উপজেলায় শিক্ষাবৃত্তি বিতরণে গেজেটভুক্ত আদিবাসী শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে ৷ মোট ২৩৬ জন শিক্ষার্থী মাঝে এই শিক্ষা বৃত্তি দেওয়া হলেও তালিকায় গেজেটভুক্ত আদিবাসীর জনগোষ্ঠীর বাইরের পাল,কুন্ডু , দে, চুর্ণকার, বাসফোর, মূখার্জি, দাস পদবীধারী অনেক নাম পাওয়া গেছে ৷ এতে আদিবাসী শিক্ষারা শিক্ষাবৃত্তি বঞ্চিত হয়েছে৷ তাই অ-আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে ৷

এছাড়াও মানববন্ধন থেকে করোনায় ঝরে পড়া রোধে আদিবাসী শিক্ষার্থীদের জন্য বিশেষ অর্থনীতি প্রণোদনা, গেজেটভুক্ত আদিবাসী ব্যতীত শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ বন্ধ, এছাড়াও অ-আদিবাসী কর্তৃক পরিচালিত আদিবাসী সমিতিগুলো বাতিল করার দাবি জানানো হয় ।