সেনাবাহিনী কর্তৃক জুরাছড়ি থেকে ধরে নিয়ে যাওয়া জুম্ম গ্রামবাসীর খোঁজ নেই এখনো

0
454
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ২৬ অক্টোবর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার সেনাবাহিনীর একটি দল তিন দিন আগে (২৩ অক্টোবর) জুরাছড়ি উপজেলার অধিবাসী এক জুম্ম গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই গ্রামবাসী বর্তমানে কোথায় ও কী অবস্থায় আছে তা জানতে পারেনি বলে জানিয়েছে গ্রামবাসীরা।

ভুক্তভোগী ওই গ্রামবাসীর নাম তরিন্দ্র চাকমা, পিতা লাল মোহন চাকমা, গ্রাম-লাম্বাবাক, ৩নং ওয়ার্ড, ৪নং দুমদুম্যা ইউনিয়ন, জুরাছড়ি উপজেলা। কিছুদিন আগে তার বসতঘরটি পুড়ে গেলে আপদকালীন সময়ের জন্য বর্তমানে তার পরিবার নিয়ে তার গ্রামের পার্শ্ববর্তী বিলাইছড়ি উপজেলার বঙ্গলতুলি এলাকার শুকনাছড়িতে বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর ২০২৩ বিলাইছড়ি উপজেলার ৩২ বীর দীঘলছড়ি সেনা জোনের অধীন শুক্কোচছড়ি সেনা ক্যাম্প হতে জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি সেনাদল শুকনাছড়ি গ্রামে টহল অভিযানে গেলে সেখানকার নিজ বাড়ি থেকে তরিন্দ্র চাকমাকে ধরে নিয়ে আসে।

তিন দিন হয়ে গেলেও তরিন্দ্র চাকমা মুক্তি পায়নি এবং সেনাবাহিনী কেন তাকে ধরে নিয়ে গেল, কোথায় ও কেমন আছে তাও জানে না পরিবারের লোকজন। পরিবারের লোকজন অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।