সুবলঙে সেনাবাহিনী ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের যৌথ তল্লাসী অভিযান, ৩ বাড়ি ভাঙচুর

0
1091
ছবি: প্রতিকী

হিল ভয়েস, ২০ আগস্ট ২০২০, রাঙ্গামাটি: বরকলের সুবলং এলাকার বাঘাছোলা গ্রামে সন্ত্রাসী খোঁজার নামে সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা যৌথভাবে তল্লাসী অভিযান চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযানের সময় সেনা সদস্য ও সংস্কারপন্থী সন্ত্রাসীরা বিভিন্ন বাড়ি ঘেরাও করাসহ ৩টি জুম্মর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৯ আগস্ট ২০২০ রাত আনুমানিক ১০:০০ টার দিকে রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের সুবলং বাজার সেনা ক্যাম্পের সেনাবাহিনী ও সুবলং বাজারে আস্তানা গাঁড়া সংস্কারপন্থীদের একটি দল যৌথভাবে এই তল্লাসী অভিযান চালায়।

এসময় সেনাবাহিনী ও সংস্কারপন্থী সন্ত্রাসীরা বাঘাছোলা গ্রামের বেশ কিছু বাড়ি ঘেরাও করে তল্লাসী চালায়। তল্লাসীর সময় তারা তিনটি জুম্ম গ্রামবাসীর বাড়িতে ভাঙচুর চালায় এবং জিনিসপত্র তছনছ করে দেয়।

ভাঙচুরের শিকার বাড়িগুলি হল- ১. কামনাশীষ তালুকদার ওরফে বাবু (৪২), পীং-মৃত কল্যাণ তালুকদার; ২. প্রতীক তালুকদার (৩৭), পীং-মৃত কাষ্ণন তালুকদার ও ৩. জয় চাকমা (৩৭), পীং-মৃত গোলক বিহারী তালুকদার।