সিকিমে দক্ষিণ এশিয়ার আদিবাসীদের গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

0
320

হিল ভয়েস, ১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, সিকিম:  সিকিমের গ্যাংটকে গত ২৭ আগস্ট হতে ৩০ আগস্ট ২০১৯ ‘দক্ষিণ এশিয়ার আদিবাসীদের গবেষণা সম্মেলন’ (স্টাডি কনফারেন্স অন শ্রিংকিং স্পেস ইন সাউথ এশিয়া) শীর্ষক দক্ষিণ এশিয়া আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট ২০১৯ সকাল ৯:০০ টায় লেপছা শিল্পীদের কর্র্তৃক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশপ্রেমমূলক গান, সংগীত দিয়ে তিন দিনের সম্মেলন উদ্বোধন করা হয় এবং তাদের সর্বপ্রাণবাদী পুরোহিত দিয়ে বিশেষ ধর্মীয় পূজা সম্পন্ন করা হয়।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস পিপলস মুভমেন্ট ফর সেল্ফ ডিটারমিনেশন এন্ড লিবারেশন (IPMSDL), ইন্টারন্যাশনাল লীগ অব পিপল স্ট্রাগল (ILPS) ও এফেক্টেড সিটিজেন অব তিস্তা (ACT)।

ভারত, বাংলাদেশ ও ফিলিপাইন থেকে ১৫ জন অংশগ্রহণকারী সম্মেলনে অংশগ্রহণ করেন। ফিলিপাইন থেকে দুই প্রতিনিধি বেভারলি লংগিড ও লইমানালামসান এবং বাংলাদেশ থেকে দুই প্রতিনিধি আলেকজান্ডার চাকমা ও জুয়েল চাকমা। বাকী প্রতিনিধিরা ভারতের বিভিন্ন প্রদেশ, যেমন- আসাম (কার্বিআংলং), মনিপুর, ঝারখন্ড, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, ত্রিপুরা ও সিকিম থেকে।

ফিলিপাইনের প্রতিনিধিরা মনোযোগ আকর্ষণ করে বলেন যে, আদিবাসী জনগণ সংরক্ষণ-ব্যবস্থা ও সংরক্ষণের অগ্রভাবে থাকলেও তারাই পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন। তারা প্রায় ২৫ বছর যাবৎ এরূপ কোম্পানির বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। তারা ক্ষতিকারক এরূপ স্থানের উপর ভিডিও উপস্থাপনাও প্রদর্শন করেন। প্রথম দিন দ্বিতীয় সমাপনী অধিবেশনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জুয়েল চাকমা।
সম্মেলনে বিশ্ব সমাজের কাছে সকল বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরার বিষয়ে ইতিবাচক এজেন্ডা গ্রহণ করেন। পরিশেষে সংগঠকরা পরবর্তী বছর ২০২০ সালে আরও একটি সম্মেলন আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেন।