সাতক্ষীরায় সুদের টাকার জেরে এক আদিবাসী পরিবারের বসত-ভিটা দখল

0
343

হিল ভয়েস, ৬ ফেব্রুয়ারি ২০২৪, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকার জন্য এক মুন্ডা পরিবারের বসত-ভিটা মুসলিম বাঙালি কর্তৃক দখলের অভিযোগ উঠেছে।

উপজেলার রমজান নগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সতীশ মুন্ডা, তার বাবা রনজিৎ মুন্ডা, স্ত্রী সেফালী মুন্ড, মেয়ে স্মৃতি মুন্ডা এবং ছেলে অভিজিৎ মুন্ডা সুদের টাকার প্রতারনার কারণে ভিটা-হারিয়ে নিরুদ্দেশ হয়েছেন।

জানা গেছে, সতীশ মুন্ডার পিতা রনজিৎ মুন্ডা ২০২০ সালে টেংরাখালী গ্রামের আনিছুর রহমানের কাছ থেকে ৭৬ হাজার ৫০০ টাকা বছরে ৪ হাজার টাকা হারী হিসাবে নেন। টাকা দেওয়ার সময় আনিছুর সুকৌশলে রনজিৎ মুন্ডার কাছ থেকে ১৫০ টাকার নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে টিপ সই নেওয়াসহ বন্দোবস্ত জমির দলিলটাও নিয়ে রাখেন।

সতীশ মুন্ডা প্রতিবছর আনিছুরকে ৪ হাজার টাকা দিয়ে আসছিলেন, কিন্তু বর্তমানে আনিছুর সেই স্ট্যাম্পে রনজিৎ মুন্ডা তার ১১ কাটা জমি লিখে দিয়েছে বলে তার বসত-ভিটা জবর দখলসহ পুকুর খনন করেছে।