সাজেকে সেনাবাহিনী কর্তৃক নিরীহ জুম্মর চা দোকানে তল্লাশি ও তালা দেয়ার অভিযোগ

0
321

হিল ভয়েস, ২৫ আগস্ট ২০২০, রাঙ্গামাটি: সম্প্রতি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্মর চা দোকানে হয়রানিমূলক তল্লাশি চালানো এবং তালা মেরে দোকান বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট ২০২০ সকালের দিকে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের এফ আই মো: আতিক এর নেতৃত্বে একদল সেনা সদস্য হাজাছড়া গ্রামে বাবুচ চাকমা (২০), পিতা-সোনা রঞ্জন চাকমা এর চায়ের দোকানে তল্লাশি চালায়।

তল্লাশির সময় কিছু না পেলেও, সেনা সদস্যরা বাবুচ চাকমার দোকানটি তালা মেরে বন্ধ করে দেয়। এরপর সেনাসদস্যরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দোকানটি খোলা যাবে না বলে বাবুচ চাকমাকে জানিয়ে দেয়। এছাড়া, আদেশ অমান্য করে দোকানটি চালু করলে অস্ত্র আইনে মামলা দেয়া হবে বলে সেনা সদস্যরা হুমকি দেয়।

জানা যায়, বাবুচ চাকমা একজন সাধারণ জুমচাষী। জুমচাষের পাশাপাশি সে গ্রামে এই চায়ের দোকান দেয়।

উল্লেখ্য, মাসখানেক আগেও সেনাবাহিনী বাঘাইহাট হাজাছড়া এলাকায় এভাবে ছোট আকারের চারটি মুদি ও চায়ের দোকানে তল্লাশি চালায় এবং দোকানগুলো বন্ধ করে দেয়। দোকানদারদের পরিচয় হল- (১) কালো চোগা চাকমা,(২) বিগুন্য চাকমা, (৩) রুপালি চাকমা, স্বামী-লিটন চাকমা ও (৪) হিরালাল চাকমা।