সর্বশেষ খবর: সেনাবাহিনী সিজকমুখ বৌদ্ধ বিহার ও স্কুল থেকে চলে গেছে

0
222

হিল ভয়েস, ১৭ আগস্ট ২০২৩, রাঙ্গামাটি: সর্বশেষ খবরে জানা গেছে, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির শিজক এলাকার প্রথমে লাম্বাছড়া প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে শিজকমুখ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অবস্থিত পরিত্যক্ত সেনা ক্যাম্পে অবস্থানকারী সেনাদলটি আজ বিকেলে ৪ টার দিকে দুরছড়ি সেনা ক্যাম্পে চলে গেছে।

জানা গেছে, গতকাল (১৬ আগস্ট ২০২৩) সকালের দিকে দুরছড়ি বাজার সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনী ও আনসার এর আনুমানিক ২০-২৫ জনের একটি দল ট্রলার বোট যোগে অত্যাধুনিক বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম নিয়ে শিজক দোর ঘাটে এসে থামে। সেখান থেকে তারা পায়ে হেঁটে বটতলা হয়ে লাম্বাছড়া প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান গ্রহণ করে এবং সারা রাত সেখানে থাকে।

আজ (১৭ আগস্ট ২০২৩) সকাল আনুমানিক ১১ টার দিকে উক্ত সেনাদলটি লাম্বাছড়া প্রাথমিক বিদ্যালয় ত্যাগ করে শিজকমুখ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অবস্থিত পরিত্যক্ত সেনা ক্যাম্পে অবস্থান গ্রহণ করে। সেখানে দুপুরে খাওয়াদাওয়ার পর, বিকাল ৪ টার দিকে উক্ত সেনাদলটি আবার দুরছড়ি সেনা ক্যাম্পে ফিরে যায় বলে সর্বশেষ খবরে জানা যায়।