সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ১ জনকে হত্যা ও ১ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঐক্য পরিষদ

0
264
ছবি : নিহত দুলাল চন্দ্ৰ দাস ও লুট করা স্বর্ণের দোকান

হিল ভয়েস, ১০ জুন, ২০২৩ বিশেষ প্রতিবেদন: নোয়াখালীর বেগমগঞ্জে দুলাল চন্দ্ৰ দাস (৫০)-কে নির্মমভাবে গলা কেটে হত্যা ও লক্ষ্মীপুর জেলার পৌর শহরের স্বর্ণ ব্যাবসায়ী অপু কর্মকার-কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গত শুক্রবার (৯ জুন ২০২৩) তারিখ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অন্তর্গত রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের হরলাল চন্দ্র দাসের পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা এবং লক্ষ্মীপুর জেলার পৌর শহরে প্রকাশ্যে গত বুধবার (৭ জুন ২০২৩) তারিখ রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুষ্কৃতকারী ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ‘আর. কে. শিল্পালয়’-র স্বর্ণালংকার লুট করে এবং এ সময় দুষ্কৃতকারীরা দোকান মালিক অপু কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত ও তার ছেলে অমি কর্মকারকে মারধর করে পালিয়ে যায়।

ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের পিকআপ ভ্যান চাপায় সফিউল্যা (৭০) নামে এক পথচারী নিহত ও দুই পথচারী আহত হয়।

ঐক্য পরিষদের সভাপতিত্রয় মি. ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও মি. নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেছেন, গণতান্ত্রিক দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর এই ধরণের নির্মম হত্যাকান্ড মেনে নেয়া যায় না। বর্বর এই হত্যাকান্ড এবং স্বর্ণালংকার লুট ও দোকান মালিককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা যথাযথ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণপূর্বক সমুচিত শাস্তিদানের পদক্ষেপ গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপি’র কাছে বিবৃতিতে দাবি জানানো হয়েছে।