লংগদুতে সেনাবাহিনীর প্রশিক্ষণ গুলিতে এক জুম্ম নারী আহত

0
342

হিল ভয়েস, ১৬ এপ্রিল ২০২৩, রাঙামাটি: রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলার লংগদু সেনা জোনের আওতাধীন করল্যাছড়ি সেনা সাব-জোনের সেনা ও আনসার বাহিনীর প্রশিক্ষণ গুলিতে অন্তঃসত্তা এক জুম্ম নারী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত জুম্ম নারীর পরিচয় নন্দিতা চাকমা (২০), স্বামী-বিষ্ণু চাকমা, গ্রাম-করল্যাছড়ি, আটরকছড়া ইউনিয়ন, লংগদু। গুলিটি ওই নারীর ডান পাছায় বিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে তেজস্বী বীর লংগদু সেনা জোনের আওতাধীন করল্যাছড়ি সাব-জোনের সেনা ও আনসার সদস্যদের একটি দল তাদের একটি ফায়ারিং স্পটে গুলিবর্ষণ প্রশিক্ষণ (টার্গেট শুটিং) করছিল। এর কিছুক্ষণ পরে নন্দিতা চাকমা তার জুমের কাজ শেষ করে ফায়ারিং স্পট থেকে অন্তত ৩০০ গজ দূরত্বে বাড়ির পথে ফিরছিল। এমন সময় সেনা ও আনসার সদস্যদের ছোঁড়া গুলি নন্দিতা চাকমার পায়ের উপরের অংশে এসে বিদ্ধ করে। এতে ঘটনাস্থলেই পড়ে যায় নন্দিতা চাকমা।

পরে আহত নন্দিতা চাকমাকে লংগদু সদরের মাইনীমুখ ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অস্ট্রোপসার করে গুলি বের করা হয় বলে জানা যায়।

আহত নন্দিতা চাকমা ৪/৫ মাসের অন্তঃসত্তা বলে জানা গেছে।

উল্লেখ্য, ইতিপূর্বেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র এধরনের টার্গেট শুটিঙে একাধিকবার নিরীহ জুম্ম গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

আরো পড়ুন

জুম্মদের জাতীয় উৎসবের মুখেও বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযান ও নিপীড়ন অব্যাহত

বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক জুম্ম গ্রামে ব্যাপক তল্লাসি ও হয়রানির অভিযোগ

জুরাছড়িতে সীমান্ত সড়ক নির্মাণকারী সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক হেডম্যানের স্বাক্ষর গ্রহণ