লংগদুতে বিজিবি কর্তৃক ফলজ বাগান কর্তন

0
555
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১ ডিসেম্বর ২০২৩, লংগদু : গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) বিকাল ৩ ঘটিকায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ৩৭ বিজিবি, রাজনগর ব্যাটালিয়নের একদল বিজিবি সদস্য কর্তৃক এক আদিবাসী গ্রামবাসীর আম ও লিচুর মিশ্র ফলজ বাগান কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম স্নেহ কুমার চাকমা, পীং- রনজিত চাকমা, গ্রাম- হাজাপাড়া, ৩নং গুলশাখালী ইউনিয়ন, লংগদু উপজেলা।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩ ঘটিকার সময় ৩৭ বিজিবি, রাজনগর ব্যাটালিয়ন থেকে ২০/২৫ জনের একদল বিজিবি সদস্য ৩টি গাড়িতে করে এসে কোনো কিছু না বলে লংগদুর গুলশাখালী ইউনিয়নের স্নেহ কুমার চাকমার রোপণকৃত আম ও লিচুর মিশ্র ফলজ বাগানটি কেটে দেয়।

জানা যায়, উক্ত জায়গাটিতে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে এক সময় বিজিবি, রাজনগর জোনের ৭ নম্বর চেক পোস্ট ছিল। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরে চেক পোস্টটি তুলে নেওয়া হলে দীর্ঘ বছর ধরে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকে।

তখন উক্ত জায়গাটিতে স্নেহ কুমার চাকমা বিগত ৫/৬ বছর আগে আর্থিক ব্যয় ও কায়িক পরিশ্রম করে প্রায় এক একর পরিমাণ জায়গায় এই মিশ্র ফলজ বাগান সৃষ্টি করে। উক্ত বাগানে রোপণকৃত আম ও লিচু গাছগুলো সম্পূর্ণ কেটে দিয়ে সেখানে “বিজিবি ক্যাম্পের জন্য নির্ধারিত জায়গা” লিখে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।