দীঘিনালার জারুলছড়িতে সেনাবাহিনীর টহল অভিযান, হয়রানি

0
375
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ৩০ নভেম্বর ২০২৩, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন ৫ নং বাবুছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জারুলছড়ি সেনা ক্যাম্প হতে জনৈক কমাণ্ডারের নেতৃত্বে বাবুছড়া ইউনিয়নের মাছ্যছড়া (দজর পাড়া) এলাকায় ঝটিকা টহল অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৯ নভেম্বর) বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি সেনা ক্যাম্প হতে জনৈক অফিসারের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সেনাদল পায়ে হেঁটে রাত দশটার সময় বাবুছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জারুলছড়ি মাছ্যছড়ায় (দজরপাড়া) টহল অভিযান চালায়।

এসময় ওই পাড়ার বাসিন্দা কার্বাজ্যে চাকমা’র (২৫) বাড়িতে জনৈক অফিসার ভেতরে প্রবেশ করে এবং উক্ত অফিসার নানা রকম হয়রানিমূলক প্রশ্ন করে। সেখানে সেনাসদস্যরা কিছুক্ষণ অবস্থান করার পর সেখান থেকে চলে যায়।

কিছুক্ষণ পর রাত ১০.৩০ মিনিটে একই পাড়ার বুদ্ধমনি চাকমা’র (৫৫) বাড়িতে সেনা সদস্যরা হানা দেয়। বুদ্ধমনি চাকমারা তখন ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দিয়ে বুদ্ধমনি চাকমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে তাকেও নানা রকম হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে বড়ইতুলী পর্যন্ত সাথে নিয়ে যায়। পরে সেখান থেকে সেনাসদস্যরা তাকে ছেড়ে দেয় বলে জানা যায়।