রোয়াংছড়ি থেকে এক জুম্মকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী ও সংস্কারপন্থীরা

0
1038
ছবি : প্রতীকি

হিল ভয়েস, ২৮ সেপ্টেম্বর ২০২০, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনী ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি থেকে উ থোয়াই অই মারমা (৫৮) নামের এক জুম্মকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার রাত আনুমানিক ১০:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক ১০:৩০ টার দিকে সেনাবাহিনীর দুটি গাড়ি (পিকআপ) এবং এই দুই গাড়ির মাঝখানে একটি সাদা মাইক্রোবাস রোয়াংছড়ি উপজেলা সদরে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাদা মাইক্রোবাসটি ছিল সংস্কারপন্থী দলের বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবামং ওরফে উবাথোয়াই মারমার নেতৃত্বে একটি সশস্ত্র দল।

এরই মধ্যে সেনাবাহিনী ও সংস্কারপন্থী সন্ত্রাসী দলের সদস্যরা রোয়াংছড়ি সদর এলাকার নতুনপাড়া গ্রাম থেকে উ থোয়াই অই মারমাকে এবং অংজাই পাড়া গ্রাম থেকে সাহ্লাসিং মারমাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে আসে। এদের মধ্যে সাহ্লাসিং মারমাকে পরে ছেড়ে দেয়া হয়। কিন্তু উ থোয়াই অই মারমাকে আটক করে সেনাবাহিনী ও সংস্কারপন্থী সন্ত্রাসী সদস্যরা বান্দরবান জেলা সদরের দিকে রওনা দেয়।

বর্তমানে উ থোয়াই অই মারমার পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী ও সংস্কারপন্থী সন্ত্রাসী সদস্যদের কর্তৃক তুলে নিয়ে যাওয়া উ থোয়াই অই মারমাকে কোনো খোঁজ পাওয়া যায়নি।

উ থোয়াই অই মারমা এলাকার একজন পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও জনসংহতি সমিতির একনিষ্ঠ সমর্থক বলে পরিচিত।

উল্লেখ্য, আজ ২৮ সেপ্টেম্বর ২০২০ দৈনিক পূর্বকোণ পত্রিকায় রহস্যজনকভাবে ‘সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়’ বলে উল্লেখ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানিয়েছেন, ‘পূর্বকোণে প্রকাশিত উক্ত বয়ান সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে সেনাবাহিনী ও সংস্কারপন্থীরা এই মিথ্যা সংবাদ প্রচার করেছে।’