রুমায় সেনাবাহিনী কর্তৃক জুম্মর বাড়ি তল্লাশি ও জিনিসপত্র তছনছ

0
637
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১ এপ্রিল ২০২২, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে ৫ নিরীহ জুম্ম গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাসি ও জিনিসপত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ ১ এপ্রিল ২০২২ সকাল ৮:০০ টার দিকে পাইন্দু ইউনিয়নের মুলফি পাড়া গ্রামে হয়রানিমূলকভাবে এই তল্লাসির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেনা সদস্যরা এসময় সন্ত্রাসী খোঁজার নামে জুম্মদের বাড়িতে তল্লাসি চালায় এবং ইচ্ছে করে বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়।

ভুক্তভোগী বাড়ির মালিকরা হলেন- ১. মংউয়ে মারমা (৬০), পিতা-অজ্ঞাত, ২. মোবাসিং মারমা (৪২), পিতা- সিখৈউ, ৩. উহ্লাসিং মারমা (৫০), পিতা-ক্যওমং মারমা, ৪. সাসিনু মারমা (৩৯), পিতা-ক্যওমং মারমা, ৫. আর ক্যও প্রু মারমা (৫০), পিতা- অজ্ঞাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ ২০২২, দুপুর ১১:০০ টার দিকে রুমার মোনম সেনা ক্যাম্প থেকে ৩০ জনের একটি সেনা টহল দল ১নং পাইন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুলপি পাড়া এসে অবস্থান নেয়। পরে আনুমানিক রাত ৮:০০ টার দিকে সেনাদলটি মুলপি পাড়া থেকে কয়েক জন জুম্ম যুবককে নিয়ে পার্শ্ববর্তী উজানী পাড়ার দিকে দব্রোখ্যং ঝিরি এলাকায় যায়। এরপর সেখানে থাকা জুম্ম গ্রামবাসীদের পুরনো জুমঘরগুলোতেও তল্লাসি চালায় সেনারা।

এসময় সেনা সদস্যরা ‘এই জুমঘরে সন্ত্রাসীরা অবস্থান করে, ঘরগুলো পুড়িয়ে দিতে হবে’ বলে গ্রামবাসীদের হুমকি দেয়। সেনা সদস্যরা আরও অভিযোগের সুরে গ্রামবাসীদের বলেন, ‘আপনারা সন্ত্রাসীদের ভাত দেন, সহযোগিতা করেন।’

পরদিন সকাল ৮:০০ টার দিকে ঐ সেনাদলটি আবার মুলফি পাড়ায় এসে গ্রামবাসীদের উক্ত পাঁচটি ঘরে তল্লাসি চালায়।

সেনা সদস্যরা মংউয়ে মারমা এবং তার স্ত্রী আর জামাতাকে বলে গিয়েছে যে, যখনই সেনাবাহিনী ডাকবে তখন মন্নুয়াম পাড়া ক্যাম্পে যেতে হবে।