রুমায় মানববন্ধন থেকে ফেরার পথে আরও দুই মারমা গ্রামবাসী কেএনএফের মারধরের শিকার

0
704
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১৬ ফেব্রুয়ারি ২০২৪, বান্দরবান: বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রুমা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে গতকাল (১৫ ফেব্রুয়ারি) আরও দুই মারমা গ্রামবাসী কেএনএফ সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মারধরের শিকার গ্রামবাসীরা হলেন- অংখ্যাইংসা মারমা (৩৫), পীং-মৃত সাফো অং মারমা, গ্রাম-নাক্রপাড়া, ৯নং ওয়ার্ড, ১নং পাইন্দু ইউনিয়ন এবং ঞোহ্লাপ্রু মারমা (৩৭), পীং-মৃত মংবাচিং মারমা, গ্রাম-পলি প্রাংসা পাড়া, ১নং পাইন্দু ইউনিয়ন। সন্ত্রাসীরা অংখ্যাইংসা মারমার কাছ থেকে টাকাও ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল রুমা সদর থেকে গাড়িতে বাড়ি ফেরার পথে বিকাল ৩:৩০ টায় লাইরুনপি পাড়া এলাকায় পৌঁছলে কেএনএফ সন্ত্রাসীরা আটকিয়ে মারধর করে।

উল্লেখ্য, কেএনএফ সন্ত্রাসীদের কর্তৃক রুমা উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের জুম্ম গ্রামবাসীদের উপর নিপীড়ন, নির্যাতন, চাঁদাবাজি, অপহরণ ও ১৩ ফেব্রুয়ারি রেজুক পাড়া নিবাসী উহ্লাচিং মারমাকে গুলি করার প্রতিবাদে গত ১৪ ফেব্রুয়ারি, রুমা উপজেলা সদরে সর্বস্তরের জনগণের এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গতকাল ভুক্তভোগী দুই গ্রামবাসী বাড়িতে ফিরছিলেন।

অপরদিকে, ১৪ ফেব্রুয়ারি, সমাবেশ শেষে ফেরার পথে রুমা খাল নামক স্থানেও কেএনএফ সদস্যরা ক্যাসিংমং মারমা (৪৭), গ্রাম-ক্যায়ানবোওয়া পাড়া নামের এক গ্রামবাসীকে মারধর করে।