রুমায় বম পার্টি সন্ত্রাসীদের কর্তৃক ২ মারমা গ্রামবাসী অপহৃত, ব্যাপক মারধরের পর মুক্তি

0
392

হিল ভয়েস, ১৮ এপ্রিল ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলাধীন রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের কর্তৃক দুই নিরীহ আদিবাসী মারমা গ্রামবাসীকে অপহরণের পর আটক রেখে ব্যাপক মারধরের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী দুই গ্রামবাসী হলেন- ১) মংনাক মারমা (৪২), পীং-ক্যচিং মারমা, গ্রাম- মোলপি পাড়া, পাইন্দু ইউনিয়ন ও ২) মংবাসিং মারমা (৩৬), পীং-শৌক্যউ মারমা, গ্রাম-ঐ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (১৭ এপ্রিল) রাতে বম পার্টি সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল মোলপি পাড়ায় এসে মংনাক মারমা ও মংবাসিং মারমাকে স্ব স্ব বাড়ি থেকে অপহরণ করে একই গ্রামের আশেপাশে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর সেখানে উক্ত দুই গ্রামবাসীকে সারারাত আটক রেখে এবং মারধর করে আজ (১৮ এপ্রিল) ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।