রুমায় আবারও কেএনএফ সন্ত্রাসী কর্তৃক ম্রো পাড়া থেকে জোরপূর্বক চাঁদা আদায় ও গবাদি পশু ছিনতাই

0
342

হিল ভয়েস, ০১ সেপ্টেম্বর ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলাধীন রুমা উপজেলার ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নের মেনরন ম্রো কার্বারী পাড়ায় বম পার্টি নামে খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের কর্তৃক জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গত ৩০ আগস্ট ২০২৩ রুমা উপজেলার ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নের মেনরন ম্রো কার্বারী পাড়াতে কেএনএফ সন্ত্রাসীদের ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ প্রবেশ করে। এসময় কেএনএফের সদস্যরা পরিবার প্রতি ৫০০ টাকা করে মোট ২০,০০০ টাকা চাঁদা আদায় করে। উক্ত পাড়ায় মোট ৪০টি পরিবারের বসবাস রয়েছে।

এছাড়াও পাড়ার শিক্ষক কাইনপা ম্রো এবং চংরাও ম্রো-এর কাছ থেকে ৭,৫০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা এবং ওয়ালিং ম্রো নামে একজন গাছ ব্যবসায়ী থেকে ৭,৫০০ টাকা সহ সর্বমোট ৪২,৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

অপরদিকে উক্ত ম্রো পাড়া থেকে ফেরার পথে ২টি চিনা হাঁস বিনামূল্যে নিয়ে যায়। যার বাজার মূল্য ২,০০০ টাকা।

এছাড়াও কেএনএফ সন্ত্রাসীরা একই উপজেলার প্রেনঅং ম্রো পাড়া এবং লেংপু পাড়াতেও যায়। সেখানে গিয়ে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরিবার প্রতি ১,০০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য নির্দেশ দিয়ে যায় বলে জানা যায়।

উল্লেখ্য যে, অতি সম্প্রতি কেএনএফ সন্ত্রাসীরা রুমা উপজেলার মারমা অধ্যুষিত পাড়াগুলোতে গিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। কেএনএফের এমন কর্মকান্ড সম্পর্কে পাড়াবাসীরা স্থানীয় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রশাসনকে অবগত করলেও কোন সমাধান পাওয়া যায়নি। বরং সেনাবাহিনী রুমা জোন থেকে বলা হয়েছে যে, কেএনএফ সম্পর্কে কোন কিছু করার জন্য তাদের উচ্চমহল থেকে কোন নির্দেশনা নেই। অতএব এ বিষয়ে সেনাবাহিনী কিছু করতে পারবে না।