রামগড়ে বিজিবি সদস্য কর্তৃক এক ত্রিপুরা গৃহবধুকে যৌন হয়রানির চেষ্টা

0
876
ছবি : প্রতীকি

হিল ভয়েস, ২৩ ফেব্রুয়ারি ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কাশীবাড়ি নামক গ্রামে বিজিবি’র এক সদস্য কর্তৃক এক ত্রিপুরা গৃহবধুকে কুপ্রস্তাব প্রদান ও যৌন হয়রানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ২২ ফেব্রুয়ারি ২০২১ দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সামরিক দায়িত্ব হিসেবে গতকালও বিজিবির সদস্যরা ফায়ারিং করে। ফায়ারিং শেষ করে দুপুর ১২:৩০ টার দিকে বিজিবি’র ল্যান্স নায়েক আক্তারুল ইসলাম ও তার সাথে আরেক সদস্য পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পড়ে। এসময় ল্যান্স নায়েক আক্তারুল ইসলাম তার আরেক সঙ্গীকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে পড়ে। ঢুকে বাড়িতে একা থাকা ত্রিপুরা গৃহবধূকে কুপ্রস্তাব দেয় এবং যৌন হয়রানির চেষ্টা করে। এসময় ত্রিপুরা গৃহবধু কুপ্রস্তাবে রাজি না হয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে কুপ্রস্তাব প্রদানকারী ল্যান্স নায়েক আক্তারুল ইসলাম তার অপর সঙ্গীকে নিয়ে দ্রুত পালিয়ে ক্যাম্পে চলে যায়।

জানা গেছে, ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার লোকজন, ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃবৃন্দ ও কয়েকজন সাংবাদিক ক্যাম্প কমান্ডারের কাছে বিচার চাইতে যান। এসময় ক্যাম্প কমান্ডার একটা সমঝোতায় পৌঁছার জন্য প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি না হয়ে প্রতিনিধিবৃন্দ বিজিবির জোন কমান্ডারের কাছে ন্যায় বিচারের জন্য অভিযোগ করেন। জোন কমান্ডার প্রথমে নেতৃবৃন্দের সাথে কথা বলেন। পরে ভুক্তভোগীর জবানবন্দী নেন। ভুক্তভোগীর ও প্রতিনিধিদের সাথে আলাপ করে সামরিক আইনে আসামীদের বিচারের আশ্বাস দিয়ে প্রধান আসামী ল্যান্স নায়েক আক্তারুল ইসলামসহ তার সহযোগীকে তৎক্ষণাৎ প্রত্যাহার করে অন্যত্র বদলী করে দেন।