রাজস্থলীতে সেনা-মদদপুষ্ট মগপার্টি কর্তৃক এক মুদি দোকানদারকে লক্ষ্যভ্রষ্ট গুলিবর্ষণ

0
493
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ৪ ফেব্রুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সেনা-মদদপুষ্ট মগপার্টি সন্ত্রাসী কর্তৃক এক নিরীহ মুদি দোকানদারকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

স্থানীয় সূত্রে জানা যায় যে, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১:০০ টার দিকে রাজস্থলীর বাঙ্গালহালিয়া রাস্তা হয়ে দুটি মোটর সাইকেল যোগে সেনা-মদদপুষ্ট মগপার্টির চারজন সন্ত্রাসী গাইন্দ্যা পাড়ার এক নিরীহ মুদি দোকানদারের উপর সশস্ত্র হামলা করে।

উক্ত মুদি দোকানদারের নাম হলো উছাইনু মারমা (৩০), পিতা মংউচিং মারমা। উছাইনু মারমা মুদির দোকান চালানোর পাশাপাশি রাজমিস্ত্রীর কাজও করতেন।

মগপার্টি কর্তৃক সশস্ত্র হামলার সময় উছাইনু মারমা নিজ দোকানে দুপুরের খাদ্য খেতে বসেছিলেন। মগপার্টির সন্ত্রাসীদেরকে তাঁর দোকানের দিকে আসতে দেখে তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে উছাইনু মারমাকে লক্ষ্য করে মগপার্টির সদস্যরা গুলি ছোঁড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় উছাইনু মারমা প্রাণে বেঁচে যান।

মগপার্টির নেতা অংসিংনু মারমা, পিতা- মংরে মারমা, গ্রাম- কাকঁড়াছড়ি পাড়া, থানা- চন্দ্রঘোনা, রাঙ্গামাটি-এর নেতৃত্বে উক্ত হামলাটি চালানো হয় বলে জানা যায়।

মগপার্টির সন্ত্রাসীরা চলে যাওয়ার ঘন্টাখানেক পর বাঙ্গালহালিয়া সেনাক্যাম্পের একদল সেনাসদস্য উক্ত গাইন্দা পাড়ায় গিয়ে উছাইনু মারমাকে খোঁজ করে।

উছাইনু মারমার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযোগ হলো তার কাছে নাকি অবৈধ অস্ত্র রয়েছে। আগামীকাল শনিবার উছাইনু মারমাকে বাঙ্গালহালিয়া ক্যাম্পে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সেনাসদস্যরা চলে যায় বলে জানা যায়।