বাঘাইছড়িতে বিজিবি কর্তৃক ২ জনকে আটক, জীবতলীতে সেনাবাহিনী কর্তৃক তল্লাসী

0
381

হিল ভয়েস, ৪ ফেব্রুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি কর্তৃক দুইজনকে সাময়িক আটক এবং রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলীতে সেনাবাহিনী কর্তৃক তল্লাসী অভিযান পরিচালনা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে আজ সেনাবাহিনী কর্তৃক দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি দজর পাড়া থেকে আটককৃত কালায়্যা চাকমা (১৯)-কে অমানষিক মারধরের পর গুরুতর আহত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।

বাঘাইছড়িতে দুইজনকে আটক:

স্থানীয় সূত্রে জানা গেছে যে, বাঘাইছড়ি উপজেলাধীন সার্বোয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবু ভূপতি রঞ্জন চাকমা ওরফে অতুল বিহারীকে বিজিবি কর্তৃক আটক করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় সার্বোয়াতলীর মেদিনীপুরে নির্বাচনী প্রচারণায় গেলে সেখান থেকে তাকে আটক করা হয় বলে জানা যায়। তবে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানানো হয়।

এছাড়া রতন চাকমা নামে আরেকজনকে আটক করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাকে শিজক দোর এলাকায় ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

জীবতলীতে তল্লাসী অভিযান:

স্থানীয় সূত্রে জানা যায় যে, গত বুধবার (২ ফেব্রয়ারি) বিকাল ৩:০০ ঘটিকায় ক্যাপ্টেন মোঃ মাহমুদল হক নেতৃত্বে জীবতলী সেনানিবাস (৭ আর ই), গবঘোনা সেনা ক্যাম্প এবং এস ব্যান্ড সেনা ক্যাম্প হতে ৪ টি স্পিড বোট যোগে ৪০/৪৫ জনের একদল সেনা কর্তৃক জীবতলী ইউনিয়নের ভাইবোনছড়া, ধুল্যাছড়ি, কৌশল্যা ঘোনায় তল্লাসী অভিযান চালানো হয়েছে বলে খবর পাওয়া যায়।

অভিযানের সময় ভাইবোনছড়া গ্রামের দীপক চাকমা (৩৫), পিতা দীনময় চাকমার বাড়ীতে গিয়ে সেনাবাহিনী তাকে খোঁজ করে।

এ সময় দীপক চাকমা বাড়িতে ছিলেন না। তাকে না পেয়ে সেনাবাহিনী কুলদ্বীপ চাকমা ও শুভমঙ্গল চাকমাকে খোঁজ করে। শুভ মঙ্গল চাকমাকে কেউ চিনে কিনা কিংবা কোথায় থাকে তা ব্রিজের দোকানের নিকট হতে সেনা সদস্যরা জিজ্ঞেস করে। এরপর সেনা দলটি ক্যাম্পে চলে যায় বলে জানা গেছে।