রাজস্থলীতে সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ জুম্ম অপহরণ, পরে মুক্তি

0
786
ছবি: রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের পোয়াইতু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মগ পার্টির সদস্যদের একটি দল

হিল ভয়েস, ২৬ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট মারমা ন্যাশনাল পার্টি (স্থানীয়ভাবে পরিচিত ‘মগ পার্টি’) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এলাকা থেকে এক নিরীহ জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিকেলের দিকে অপহৃতের কাছ থেকে পাওয়া সব টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপহরণের শিকার ব্যক্তির নাম শাহীন তঞ্চঙ্গ্যা (২৬), পীং-রাপুনা তঞ্চঙ্গ্যা, গ্রাম-নারাইছড়ি, ঘিলাছড়ি ইউনিয়ন। তিনি একজন মাইক্রোবাস চালক এবং পেশাগত সূত্রে ঢাকায় থাকেন। পারিবারিক কারণে তিনি সম্প্রতি কিছু দিনের জন্য গ্রামের বাড়িতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৫ আগস্ট ২০২১ বুধবার ছিল রাজস্থলী বাজারের হাটের দিন। অন্য অনেকের মত শাহীন তঞ্চঙ্গ্যাও সেদিন রাজস্থলী বাজারে যান। এক পর্যায়ে দুপুর ১২:৩০ টার দিকে মগ পার্টির সেকেন্ড-ইন-কম্যান্ড হিসেবে পরিচিত মংক্যচিং মারমা ও সবুজ মারমার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাজারে আবির্ভূত হয় এবং বন্দুকের নলের মুখে বাজার থেকেই শাহীন তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুযায়ী, মগপার্টির সন্ত্রাসীরা শাহীন তঞ্চঙ্গ্যাকে তাদের আস্তানা হিসেবে পরিচিত গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ার দিকে নিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই অপহৃত ব্যক্তির অভিভাবকরা মগ পার্টির সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে পরবর্তীতে জানাবে বলে অভিভাবকদের জানায় এবং অভিভাবকদের বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেয়।

তবে বিকেলের দিকে গম পার্টির সন্ত্রাসীরা অপহৃত শাহীন তঞ্চঙ্গ্যার পকেটে পাওয়া ১০-১২ হাজার টাকার সবগুলো ছিনিয়ে নিয়ে এরপর ছেড়ে দিয়েছে বলে জানা যায়।

এদিকে একই দিন রাত ৮:৩০টার দিকে মগ পার্টির সন্ত্রাসীদের আস্তানার দিক থেকে পাঁচ/ছয় রাউন্ড গুলির আয়োজন শোনা গেছে বলে গ্রামবাসীদের সূত্রে জানা যায়।