রাজস্থলীতে মগপার্টি সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ জুম্ম অপহরণের শিকার

0
762
ছবি: রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের পোয়াইতু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মগ পার্টির একদল সদস্য

হিল ভয়েস, ১৮ জুন ২০২১, রাঙ্গামাটি: সেনাসমর্থিত মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের চিংক্ষ্যং মারমা পাড়া থেকে এক নিরীহ জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার ব্যক্তি হলেন বিনলাল চাকমা (৫৫), পীং-লক্ষী মোহন চাকমা, গ্রাম-চিংক্ষ্যং মারমা পাড়া। অনেক আগে তার বাড়ি ছিল রাজস্থলীর সীমান্তবর্তী বান্দরবানের জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং চাকমা পাড়ায়। চিংক্ষ্যং মারমা পাড়ার এক মারমা মহিলাকে বিয়ে করে দীর্ঘ দিন ধরে তিনি সেখানে বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১৮ জুন ২০২১ ভোরের দিকে মগ লিবারেশন পার্টি (মগ পার্টি) এর একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ চিংক্ষ্যং মারমা পাড়ায় এসে নিজ বাড়ি থেকে বিনলাল চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।

মগ পার্টির সদস্যরা বিনলাল চাকমাকে কী কারণে নিয়ে গেছে তা জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত, অপহৃতকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৬ জুন ২০২১ তারিখও সকালের দিকে মগ পার্টির সন্ত্রাসীদের কর্তৃক রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার থেকে প্রকাশ্য দিবালোকে জ্বলন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও বিষু ত্রিপুরা নামে দুই নিরীহ গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন। তবে, ব্যাপক নির্যাতনের ফলে জখম অবস্থায় একই দিন বিকাল আনুমানিক ৪:৩০ টার দিকে অপহৃত দুই ব্যক্তিকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়া এলাকায় মগ পার্টির সশস্ত্র ঘাটি থাকার কথা জানা গেছে। শুরু থেকে স্থানীয় সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামীলীগ এই মগ পার্টিকে মদদ ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।