রাঙ্গামাটি শহরে সেনাবাহিনী কর্তৃক একজন জুম্ম ব্যক্তির বাড়ি অবৈধভাবে তল্লাসী

0
1215
ছবি: প্রতীকী

হিল ভয়েস, গস্ট ২০২০, রাঙ্গামাটি:  রাঙ্গামাটি শহরের পশ্চিম ট্রাইবাল আদামের একজন জুম্ম চাকরিজীবির বাড়িতে দুইজন ভাড়াটিয়ার বাসা সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্যরা অবৈধভাবে তল্লাসী চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, আজ ৮ আগষ্ট ২০২০ শনিবার দুপুর আনুমানিক ১.০০ ঘটিকার সময় প্রথমে ৩ জন ডিজিএফআইয়ের লোক, তারপর দু’টি গাড়ি যোগে একদল সেনা সদস্য এসে ট্রাইব্যাল আদামের বীনা দেওয়ানের বাড়ি ঘেরাও করে। ঘরের মালিক সোনালী ব্যাংকে চাকরি করেন বলে জানা যায়।

বাড়ি ঘেরাওয়ের পর সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্যরা বীনা দেওয়ানের বাড়িতে থাকা দুই জুম্ম ভাড়াটিয়ার বাসা তল্লাসী চালায়। এসময় সেনাবাহিনীর সাথে একজন দাঁড়িওয়ালা মুসলিম সিএনজি অটোরিক্সা চালক আর সাথে দুইজন জুম্ম ইনফরমার হিসেবে ছিল এবং তারা বাড়িটি দেখিয়ে দেয় বলে জানা যায়।

তল্লাসী চালানো ভাড়াটিয়া ব্যক্তির মধ্যে একজনের নাম কামনাশীষ তালুকদার। তিনি এনবিআরে চাকরি করেন বলে জানা গেছে। তল্লাসীর সময় তিনি বাসায় ছিলেন। আরেকজন ভাড়াটিয়ার নাম জানা যায়নি। তবে তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে। তল্লাসীর সময় তিনি বাসায় অনুপস্থিত ছিলেন।

সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্যরা বাড়ির বিছানা, আসবাবপত্র, কাপড়-চোপড় ইত্যাদি তল্লাসী চালায়। সেনাবাহিনী সদস্যরা তল্পাসী চালানো পরিবারের সদস্যদের মোবাইল ফোনের কললিষ্ট চেক করেছে এবং পরিবারের সবাইয়ের ছবি তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। তল্লাসীর পর চলে যাওয়ার সময় ‘আবার আসবে’ বলে সেনা ও ডিজিএফআইয়ের সদস্যরা হুমকি দিয়ে যান।

আচমকা এ ধরনের তল্লাসীর ফলে বর্তমানে পশ্চিম ট্রাইব্যাল আদামের সাধারণ মানুষজন আতঙ্কিত ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।