রাঙ্গামাটির মগবানে পুলিশ কর্তৃক এক জুম্ম গ্রামবাসী গ্রেপ্তার

0
373
ছবি: প্রতিকী

হিল ভয়েস, ২৮ অক্টোবর ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের ধনপাতা নতুন বাজার এলাকা থেকে পুলিশ এক জুম্ম গ্রামবাসীকে গ্রেপ্তার এবং দুটি বাড়ি তল্লাসি করেছে বলে খবর পাওয়া গেছে। গত ২৬ অক্টোবর ২০২২ ভোর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন ভোর রাত আনুমানিক ২:০০ টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ১৫/২০ জনের একদল পুলিশ মগবান ইউনিয়নের নতুন বাজার এলাকায় গিয়ে সমর বিজয় চাকমা (৪০), পীং-অক্ষয় মনি কার্বারির বাড়ি ঘেরাও করে। এসময় সমর বিজয় চাকমা ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর পুলিশ সদস্যরা বাড়ির লোকদের জাগিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সমর বিজয় চাকমাকে রশি দিয়ে বাঁধে এবং বাড়িতে তল্লাসি চালিয়ে বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। এসময় পুলিশ সদস্যরা সমর বিজয় চাকমার ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু টাকাও ছিনিয়ে নেয়।

এরপর ভোর রাত আনুমানিক ২:৪০ টার দিকে পুলিশের দলটি ধৃত সমর বিজয় চাকমাকে নিয়ে পার্শ্ববর্তী তারিঙ্যা পাড়ায় যায়। এসময় পুলিশ সদস্যরা তারিঙ্যা পাড়ার বাবু চাকমা (৪২), পীং-রবিমন্ত চাকমার বাড়ি ঘেরাও করে এবং তল্লাসি চালায়। এসময় বাবু চাকমা বাড়িতে ছিলেন না। এরপর পুলিশ সদস্যরা সমর বিজয় চাকমাকে থানায় নিয়ে যায়।

পুলিশ কেন সমর বিজয় চাকমাকে গ্রেপ্তার করেছে তা জানা যায়নি। তবে, ইতোপূর্বে বন আইনে সমর বিজয় চাকমা ও বাবু চাকমার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা ছিল বলে জানা গেছে।