রাঙ্গামাটির বিলাইছড়ি ও মানিকছড়িতে সেনাবাহিনীর টহল অভিযান

0
489
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ২২ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও মানিকছড়ি উপজেলার সাপছড়ি ইউনিয়নে সেনাবাহিনীর হয়রানিমূলক টহল অভিযানের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২০ নভেম্বর) বিলাইছড়ি উপজেলাধীন ৩২ বীর দীঘলছড়ি সেনা জোনের অধীন শুক্কোরছড়ি আর্মি ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সেনাদল পার্শ্ববর্তী ৩নং ফারুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চঙরাছড়ি গ্রামে হয়রানিমূলক টহল অভিযান চালায়। সেখানে গিয়ে স্থানীয় সঞ্চয় চাকমা, পীং- তরেন্দ্র চাকমা, বাবুল চাকমা, পীং-চাকম্মাইয়ি, সুজন প্রিয় চাকমা, পীং- বিন্দু লাল চাকমা, বম্বু চাকমা, পীং- রাঙাপ্যান্ট চাকমার ছবি দেখিয়ে কেউ চিনেন কিনা জানতে চেয়েছিল সেনা সদস্যরা।

এরপর সঞ্চয় চাকমার নামের সাথে মিল থাকায় সঞ্চয তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তিকে ধরে স্থানীয় পাড়াকেন্দ্র স্কুলের ভেতর নিয়ে গিয়ে সেনা সদস্যরা নানারকম হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে এবং তিনি সঞ্চয় চাকমা হিসেবে স্বীকার করার জন্য হুমকি দেয়। পরে ভুক্তভোগী আইডি কার্ড দেখালে পিতা ও মাতার নাম মিল না থাকায় সেনা সদস্যরা তাকে ছেড়ে দেয় বলে জানা যায়। ঠিক কি কারণে উক্ত ৪ ব্যাক্তিকে সেনা সদস্যরা খোঁজ করছে এলাকাবাসীরা কিছুই জানেন না।

এরপর আজ (২২ নভেম্বর) রাঙামাটি সদর উপজেলাধীন মানিকছড়ি সেনা ক্যাম্প হতে সকাল ৯টার সময় তল্পিতল্পা সহ জনৈক সুবেদারের নেতৃত্বে ১৫ জনের একটি সেনাদল সাপছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঢেপ্পোছড়ি টহল অভিযান চালায়। এরপর সেনা সদস্যরা ডেপ্পোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। সেখানে থেকে বের হয়ে আশেপাশে এলাকা টহল দেয়ার পর সেনা সদস্যরা বর্তমানে উক্ত বিদ্যালয়ে অবস্থান করছে বলে জানা যায়।