রাঙ্গামাটির বালুখালিতে সেনাবাহিনী কর্তৃক ৩ জন গ্রামবাসীর বাড়ি তল্লাসী

0
732

হিল ভয়েস, ২১ ফেব্রুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক ৩ জন জেলে গ্রামবাসীকে অমানুষিকভাবে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার জেলেরা হলেন- নাগা চাকমা (৩৫), পিতা ফনী ভুষন চাকমা, সাং বালুখালী; নীতি ভুষন চাকমা (৩০), পিতা অশোক কুমার চাকমা, সাং বালুখালী এবং বনিয়া চাকমা (৪৫), পিতা পুইয়া চাকমা, সাং গবঘোনা।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) আনুমানিক ১০.০০ টার সময়ে রাঙ্গামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নের গবঘোনা সেনা ক্যাম্প হতে ক্যাপ্টেন মাহমদুল নেতৃত্বে ২০/২৫ একটি সেনা দল রাত বালুখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বালুখালী গ্রামে কিজকি জেলের বহদ্দার সুনীল চাকমা বাড়ীতে হানা দেয়।

এ সময় উক্ত তিনজন জেলে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মূ্র্হুতে সেনা সদস্যরা তাদেরকে বন্দুকের বাট দিয়ে আঘাত করে বেদম মারধর করে।

এসময় সেনা সদস্যরা ‘কে কে অস্ত্র পাচার করে’, ‘কে কে চাঁদা উত্তোলন করে’ ইত্যাদি জিজ্ঞাসাবাদ করে। ভুক্তভোগীরা ‘জানি না’ বললে সেনা সদস্যরা আরো বেশি অমানুষিকভাবে মারধর করতে থাকে। এভাবে ইচ্ছামত মারধরের পর রাত ১:০০ টার দিকে সেনা সদস্যরা ক্যাম্পে চলে যায়।