রাঙ্গামাটির বনরূপা থেকে সেনামদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক জুম্ম অপহৃত

0
1840

হিল ভয়েস, ১০ জানুয়ারি ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা সদরের বনরূপা এলাকা থেকে সেনামদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক প্রতিময় চাকমা (৫১), পীং-নিশি মোহন চাকমা নামে এক জুম্ম অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত প্রতিময় চাকমার বাড়ি রাঙ্গামাটি পৌরসভার অন্তর্গত বনরূপা এলাকার শশী দেওয়ান পাড়ায় বলে জানা গেছে।

গত ৮ জানুয়ারি ২০২১ দুপুর আনুমানিক ১:০০ টার দিকে বনরূপা বাজার এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত সন্ত্রাসীরা বেশ কিছুদিন যাবৎ মোটা অংকের বাৎসরিক এককালীন চাঁদা দেওয়ার জন্য বনরূপা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমরেশ দেওয়ানের উপর চাপ দিয়ে আসছিল। কিন্তু সমরেশ দেওয়ান চাঁদা দিতে অস্বীকার করেন। এরপর সন্ত্রাসীরা সমতাঘাট বাজার এলাকায় সমরেশ দেওয়ানের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখাশুনার দায়িত্বে নিয়োজিত প্রতিময় চাকমাকে চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের বারংবার চাপের মুখে প্রতিময় চাকমা সমরেশ দেওয়ানকে না জানিয়ে সন্ত্রাসীদের সদস্য রমেশ চাকমার কাছে ১০,০০০ টাকা প্রদান করে।

এদিকে সমরেশ দেওয়ান সন্ত্রাসীদেরকে টাকা দেওয়ার বিষয়টি জানতে পারলে, তিনি রাঙ্গামাটি কোতয়ালী থানায় গিয়ে সন্ত্রাসী রমেশ চাকমার নামে জিডি করেন। এই জিডি করার বিষয়টি জানার পর, ৮ জানুয়ারি ২০২১ দুপুর ১:০০ টার দিকে সন্ত্রাসী রমেশ চাকমা কথা আছে বলে প্রতিময় চাকমাকে বনরূপা বাজার থেকে অপহরণ করে জীবতলি চেয়ারম্যান পাড়ার দিকে নিয়ে যায়।

সন্ত্রাসীরা প্রতিময় চাকমাকে এখন কোথায় রেখেছে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে তার পরিবারের লোকজন গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, সন্ত্রাসী রমেশ চাকমার বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় যে জিডি করা হয়েছে তা প্রত্যাহার করা না হলে সন্ত্রাসীরা প্রতিময় চাকমাকে হত্যা করবে বলেও হুমকি দিচ্ছে।

অপরদিকে, এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণের খবর পাওয়া যায়নি।