রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক অস্ত্র গুঁজে দিয়ে এক নিরীহ জুম্ম দোকানদারকে আটক

0
1117

হিল ভয়েস, ১১ জানুয়ারি ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা এলাকায় সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্ম দোকানদারকে আটক করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী বানানোর নাটক করার অভিযোগ পাওয়া গেছে।

আটককৃত ব্যক্তি উসিংমং মারমা (২৪), পীং-মৃত অংসুইপ্রু মারমা পেশায় একজন মুদির দোকানদার এবং বাড়ি গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া গ্রামে বলে জানা গেছে। উসিংমং মারমার দোকানটি বাড়ি থেকে সামান্য দূরে একটি ব্রিজের পাশে। ঘটনার রাত্রে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১০ জানুয়ারি ২০২১ রাত আনুমানিক ১১:০০ টারদিকে সেনাবাহিনীর কাপ্তাই ২৩ ই বেঙ্গল রেজিমেন্টের বাঙ্গাল হালিয়া সাব-জোনের কম্যান্ডার মুশফিক সামিতের নেতৃত্বে একদল সেনা সদস্য নিজের দোকান থেকে উসিংমং মারমাকে আটক করে।

আটকের পর সেনা সদস্যরা উসিংমং মারমাকে তার বাড়িতে নিয়ে যায়। এসময় সেনা সদস্যরা উসিংমং মারমার স্ত্রীকে তাদের হাতে থাকা একটি ব্যাগ দেখিয়ে বলে যে, এটা তোমার স্বামীর সাথে পাওয়া গেছে। সেনা সদস্যরা সেইব্যাগ থেকে পিস্তল, গুলিসহ বিভিন্ন জিনিস পাওয়া গেছে বলে উসিংমং মারমার স্ত্রীকে দেখায়।

এসময় উচিংমং মারমা ও তার স্ত্রী সেনা সদস্যদের এই অভিযোগ অস্বীকার ও প্রত্যাখ্যান করে। এরপর সেনা সদস্যরা উসিংমং মারমাকে বাঙ্গাল হালিয়া সেনা ক্যাম্পে নিয়ে আসে।

পরে সেনাবাহিনী অবৈধ অস্ত্র, গুলি, মোবাইল সেট, টাকা ইত্যাদিসহ জনসংহতি সমিতির এক কর্মীকে আটক করে বলে নাটকীয় ও মিথ্যা প্রচার চালায় এবং আটককৃত উসিংমং মারমাকে একজন সন্ত্রাসী বলে অভিহিত করে।
পরবর্তীতে সেনাবাহিনী আটককৃত উসিংমং মারমাকে রাজস্থলী থানা পুলিশের নিকট সোপর্দ করে।

স্থানীয় এক মুরুব্বি জানান, সেনা কর্মকর্তারা স্রেফ নিজেদের প্রমোশন ও আত্মপ্রচারের জন্য হলেও মাঝেমাধ্যে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র গুঁজে দিয়ে সন্ত্রাসী সাজিয়ে নিরীহ জুম্মকে অমানবিকভাবে গ্রেফতার, হয়রানি, এমনকি হত্যা করে থাকেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ রাজস্থলী এলাকার সেনাবাহিনী এলাকায় সংঘাত সৃষ্টি এবং জুম্মদের উপর দমন-পীড়ন চালানোর জন্য নানাভাবে ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ রয়েছে যে, সেনাবাহিনী সম্প্রতি একাধিকবার সেনা ও স্থানীয় আওয়ামীলীগ মদদপুষ্ট সন্ত্রাসী দল ‘মগপার্টি’র সদস্যদের জনসংহতি সমিতির কর্মী ও সমর্থকদেরকে হামলা চালানোর উস্কানি দেয়।

গত ২৩ ডিসেম্বর ২০২০ রাজস্থলী সদর সেনা সাব-জোনের কম্যান্ডার মেজর মঞ্জুর গোপন এক বৈঠকে ‘মগপার্টি’র প্রতিনিধিদের বলেন, তোমরা তো জেএসএস’কে কিছু করতে পারছো না।’ মেজর মঞ্জুর আরও বলেন, ‘জেএসএস এর যারা সমর্থক, কাজ করে তাদেরকে না হয় মেরে ফেল। আমাদেরকে লাশ দেখাও। তোমরা কোথা থেকে লাশ আনবে আমরা জানি না।’