রাঙ্গামাটির জীবতলীতে সেনা টহল অভিযান

0
389
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১৮ ডিসেম্বর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলার গবঘোনা সেনা ক্যাম্প ও কাপ্তাই সেনা জোন হতে জীবতলী ইউনিয়নে যৌথ সেনা টহলের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৭ ডিসেম্বর) রাঙামাটি সদর উপজেলার গবঘোনা সেনা ক্যাম্প ও কাপ্তাই সেনা জোন হতে যৌথভাবে ওয়ারেন্ট অফিসার মোঃ সাইফুলের নের্তৃত্বে ২৫/৩০ জনের একটি সেনা টহল দল বিকাল ৪.৩০ টার সময় গানবোট যোগে জীবতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চথাইপ্রু মারমার দোকানের নিকটবর্তী ক্লিনিকে এসে অবস্থান নেয়।

সেখান থেকে ১২/১৫ জনের একটি টহল দল ক্লিনিকের আশেপাশে জায়গায় ও হ্রদে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তাদের অবস্থানে এসে রাত যাপন করে।

পরে ভোর ৫টার দিকে ১৫/২০ জনের একটি সেনা টহল দল ক্যাম্প থেকে আসলে অপর দলটি সকাল ৯.৩০ ঘটিকার সময় ক্যাম্পে চলে যায় বলে জানা যায়।