রাঙ্গামাটিতে সেনাবাহিনী ও সেনা-মদদপুষ্ঠ সন্ত্রাসী কর্তৃক নিরীহ জুম্মকে গুলি করে হত্যা

0
998

হিল ভয়েস, ১৪ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নে এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে সেনাবাহিনী ও সেনা-মদদপুষ্ট সশন্ত্র সন্ত্রাসী কর্তৃক গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ১৩ ডিসেম্বর ২০২০ রাত ৭:৩০ ঘটিকায় রাঙ্গামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নের ৩নং ওর্য়াডের ধনপাতা গ্রামের মিল্টন চাকমা (৪৮) নামে এক নিরীহ ব্যক্তিকে জীবতলী সেনাবাহিনী এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও সংস্কারপন্থী সন্ত্রাসীরা যৌথভাবে তার নিজ বাড়ী হতে ধরে নিয়ে যায়।

এরপর জীবতলী ইউনিয়নের বাজ্যাতলী ব্রীজে নিয়ে অমানবিকভাবে নির্যাতনের পর রাত ১১:০০ টায় সেনাবাহিনী ও সেনা-মদদপুষ্ট সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। এ সময় বন্দুকযুদ্ধের নাটক সাজাতে সেনা সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে জানা যায়।

মিল্টন চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার ৫নং বন্দুকভাঙা ইউনিয়নের মগপাড়া গ্রামের মৃত সুরেশ মনি চাকমা (লেডট্যাং) ছেলে বলে জানা গেছে। তিনি মগবান ইউনিয়নের প্রেজুছড়া গ্রাম থেকে বিবাহ করেন। সেই সুত্র ধরে তিনি প্রেজুছড়ায় গিয়ে বসতি স্থাপন করেন। এছাড়া তিনি বহু বছর পূর্বে জনসংহতি সমিতির গ্রাম কমিটিতে সহ-সভাপতি হিসেবে কাজ করেছিলেন। কিন্তু সেই কমিটিগুলো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে তিনি স্বাভাবিক জীবন-যাপন করছিলেন।

অদ্য ভোরে বাজ্যাতলী গ্রাম হতে ঝর্ণা চাকমা, শুভ লাল চাকমা, অমর জীব চাকমা ও কাজলা চাকমাদেরকে ডেকে নিয়ে “উক্ত ব্যক্তিটি সেনা সদস্যদের হাতিয়ার কেড়ে নিতে চেয়েছিল” মর্মে উক্ত চার ব্যক্তিকে সাক্ষী করে জোর করে স্বাক্ষর নেয়া হয় বলে জানা গেছে। পরে লাশটি জীবতলী সেনানিবাসে নিয়ে যায়।