রাঙ্গামাটিতে তিনটি স্থানে সেনা টহল অভিযান

0
677
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১৪ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার অন্তর্গত ন্যান্যাচর ও রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে ব্যাপক সেনা টহলের খবর পাওয়া গেছে। এতে জনমণে ব্যাপক ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

গতকাল ১৩ নভেম্বর ২০২৩, নান্যাচর সেনা জোন হতে ২০/২৫ জনের একটি সেনা টহল দল নান্যাচরের বড়পুল পাড়ায় টহল অভিযান চালায়। এরপর সেনা সদস্যরা বড়পুল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান করে।

পরে সেখান থেকে সেনা টহল দলটি দুই ভাগে বিভক্ত হয়ে ১০/১২ জনের একটি সেনা টহল দল বড়পুল পাড়ার ভিতরে ভদ্রমা ছড়া গ্রামে টহল অভিযান চালায়। এ সময় সেনা সদস্যরা গ্রামবাসীদেরকে নানা হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে। এরপর সন্ধ্যায় বিদ্যালয়ে এসে সারারাত অবস্থান করে পরদিন ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সকাল ৯.০০ টার দিকে নান্যাচর সেনা জোনে চলে গেছে বলে জানা যায়।

এদিকে আজ ১৪ নভেম্বর ২০২৩, রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মরিচ্যাবিল সেনা ক্যাম্প হতে সু্বেদার মোঃ শাহাদাত নেতৃত্বে ১৫ জনের একটি সেনা দল বালুখালী ইউনিয়নের গুরগজ্যাছড়িতে টহল অভিযান চালায়। এরপর দুপুর ১২ টায় তল্পিতল্পা সহ বালুখালী ইউনিয়নের গুরগজ্যাছড়ি পুরাতন সরকারী বিদ্যালয়ে এসে অবস্থান করে।

অপরদিকে একই তারিখে সুবলং সেনা ক্যাম্প হতে জনৈক সুবেদার নেতৃত্বে বিকাল ৩ টার দিকে ২০/২৫ জনের একটি সেনা টহল দল রাঙ্গামাটি বালুখালী ইউনিয়ন পরিষদের ভাঙা বিল্ডিং এলাকায় টহল অভিযান চালায়। এরপর ভাঙা বিল্ডিংয়ে এসে অবস্থান করে সেনা সদস্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনা টহল দলটি এখনো সেখানে অবস্থান করছে বলে জানা যায়